লস এঞ্জেলেস

চাইল্ড ট্যাক্স ক্রেডিট কতো ডলার পাবেন? জানতে নতুন পোর্টাল

যেসব পরিবারে শিশু সন্তান রয়েছে, চতুর্থ নাগরিক প্রণোদনার আওতায় ৩০০ ডলার করে মাসিক চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে তাদের। এই প্যাকেজের আওতায়, ভাতা পাওয়ার মতো যোগ্য বলে বিবেচিত পরিবার ৬ বছরের কম বয়েসী শিশুদের জন্য মাসিক ৩০০ ডলার ও ৬ থেকে ১৭ বছর বয়েসীদের জন্য মাসিক ২৫০ ডলার করে পাবে। কোন পরিবার কতো টাকা পাবেন, সেটি জানা সহজ করতে দ্য ইন্টার্নাল রেভিনিউ সার্ভিস দুইটি নতুন পোর্টাল খুলেছে। https://www.irs.gov/credits-deductions/child-tax-credit-update-portal এই সাইট থেকে পরিবারগুলো দেখতে পারবে তারা ভাতা পাওয়ার জন্য বিবেচ্য হবে কী না। https://www.irs.gov/credits-deductions/child-tax-credit-non-filer-sign-up-tool এই সাইট থেকে ট্যাক্স রিটার্ন দাখিল না করলে বেসিক তথ্য দিয়ে আবেদন করা যাবে। প্রায় ৩৯ মিলিয়ন পরিবার মাসিক ৩০০ ডলার করে মোট ৩৬০০ ডলার ও মাসিক ২৫০ ডলার করে মোট ৩০০০ ডলার ভাতা পাচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম