লস এঞ্জেলেসের হলিউড হিলসে একটি আবাসিক ভবনের সামনে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১ জন মারা গেছেন ও ৪ জন ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুন) ভোর ২টার দিকে ব্লু'জে ওয়ে এলাকার ১৪০০ ব্লকের একটি বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হঠাৎ করে সেখানে গাড়ি নিয়ে দুজন মুখোশধারী দুর্বৃত্ত হাজির হয়। তাদের দুইজনের মধ্যে একজনের কাছে একটি হ্যান্ডগান ছিলো।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা মেগান আগুলার বলেন, 'দুর্বৃত্তরা দুইজনকে জোরপূর্বক মাটিতে শোয়ায় ও তাদের মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়'।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা সেখানে একটি রোলস রয়েস গাড়িকে অনুসরণ করে পৌঁছায়। গাড়িটির ভিতর 'ফ্যাশন নোভা' ফ্যাশন ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড সাগহাইন উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, দূর্বৃত্তরা ঘড়ি ও গয়না ডাকাতির উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়েছিলো।
ডাকাতি চলা সময়ে, সেখানে একজন সিকিউরিটি গার্ড হাজির হয়। তখন সিকিউরিটি গার্ড ও দুর্বৃত্তদের মাঝে গোলাগুলি ঘটে। এক পর্যায়ে দুবূর্ত্তরা গাড়িতে উঠে একজন তৃতীয় ব্যক্তির সাহায্যে পালানোর চেষ্টা করে।
সিকিউরিটি গার্ডের পেটে গুলি লাগে। বর্তমানে সে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আগুলার জানান, ডাকাতির শিকার ওই দুজন ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন।
গোলাগুলির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে একটি অডি গাড়ি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাদেরকে বেভারলি হিলসের সান্তা মনিকা বোলেভার্ড ও দোহেনি ড্রাইভের মাঝ থেকে গ্রেফতার করে।
দুর্বৃত্তদের মধ্যে একজন পেটে গুলিবিদ্ধ হয়েছিলো। গ্রেফতারস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। আরেকজন পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। গাড়ির চালক সুস্থ ও অক্ষত থাকায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশ গাড়ির ভিতর থেকে একটি আগ্নেয়াস্ত্র খুঁজে পায়। দুর্বৃত্তদের কারো পরিচয় এখনো জানা যায়নি।
আগুলার বলেন, 'এখনো বলা যাচ্ছে না যে আদৌ ঘটনাটি পূর্বপরিকল্পিত কী না'।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ