লস এঞ্জেলেস

'চলন্ত' বিমান থেকে লাফ দিয়ে আহত যাত্রী!

লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান থেকে লাফিয়ে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যক্তি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সল্ট লেক সিটিতে যাত্রার উদ্দেশ্যে রানওয়েতে মৃদু গতিতে চলছিল। এমন সময় এই ব্যক্তি ইমার্জেন্সি দরজা খুলে লাগিয়ে পরে। লস এঞ্জেলেস এয়ারপোর্ট পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা সাতটার দিকে স্কাইওয়েট এয়ারলাইন্সের ইউনাইটেড এক্সপ্রেস ফ্লাইটের বিমান সল্ট লেক সিটির উদ্দেশ্যে যাত্রীসহ রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো। এমন সময় একজন পুরুষ যাত্রী চলন্ত অবস্থায় বিমানের ইমার্জেন্সি এক্সিট খুলে লাফ দিয়ে নিচে পরে আহত হয়। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর মুখপাত্র লাওরা এমিলিয়ার বলেন, সর্বপ্রথম একজন ক্রু বিষয়টি টের পায়৷ ওই ব্যক্তিটি আসন ছেড়ে ককপিটের দিকে এগিয়ে যেয়ে সেখানের ইমার্জেন্সি দরজা খুলে লাফিয়ে পরে। লস এঞ্জেলেস এয়ারপোর্ট পুলিশ ও লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পোঁছে ওই যাত্রীকে আহত অবস্থায় নিজেদের জিম্মায় নেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অন্য কোনো যাত্রী আহত হোননি বলে জানায় লস এঞ্জেলেস পুলিশ। পরে বিমানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে। এই ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় এফবিআই ঘটনার তদন্ত করে দেখছে। এলএবাংলাটাইমস/ওএম