লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে তিন শিশুর মৃতদেহ উদ্ধার, আটক মা

লস এঞ্জেলেসের পূর্বে এক আবাসিক বাড়ি থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হত্যাকারী হিসেবে শিশু তিনটির মাকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২৮ জুন) ইস্ট লস এঞ্জেলেসের সাউথ ফেরিস অ্যাভিনিউয়ের ৬০০ ব্লকের একটি বাড়ি থেকে মৃতদেহ তিনটি উদ্ধার করা হয়। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে তারা তিনটি শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সাথেসাথে শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। মৃত শিশুদের বয়স ৩ বছরের নিচে। এর মধ্যে দুইটি ছেলে শিশু ও একটি মেয়ে শিশু রয়েছে। এই হত্যার সাথে জড়িত সন্দেহে ২৮ বছরের একজন নারীকে আটক করা হয়েছে৷ জানা গেছে, আটক নারী শিশু তিনটির মা। শিশুদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি তবে কর্তৃপক্ষ জানায়, তাদের উপর গুলি চালানো হয়নি। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের হোমিসাইড ব্যুরোর লেফটেন্যান্ট চাক কালডেরারো বলেন, তাদের বায়োলজিক্যাল মা'কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে৷ কর্তৃপক্ষ জানায়, পুলিশ যখন মৃতদেহ তিনটি উদ্ধার করে, তখন তাদের মা ও অন্যান্য আত্মীয়রা উপস্থিত ছিলেন। তবে শিশুদের বাবা উপস্থিত ছিলেন না। চাক কালডেরারো বলেন, 'তদন্ত একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না'। এলএবাংলাটাইমস/ওএম