রূপান্তরিত লিঙ্গের বাসিন্দাদের প্রতি বৈষম্যপূর্ণ আইন পাশ করানোয় ফ্লোরিডাসহ আরো চার রাজ্যে সরকারি অর্থায়নে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ক্যালিফোর্নিয়া।
সোমবার (২৮ জুন) রাজ্যের অ্যাটর্নি রব বন্টা এই ঘোষণা জারি করেন।
ডেমোক্রেটিক অ্যাটর্নি রব বন্টা বলেন, ফ্লোরিডা, আরকানসাস, মন্টানা, নর্থ ডাকোটা এবং ওয়েস্ট ভার্জিনিয়ার উপর 'স্টেট-ফাণ্ডেড ট্রাভেল' নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বন্টা বলেন, 'ওইসব রাজ্যে চরম বৈষম্যমূলক আইন পাশ হয়েছে। ক্যালিফোর্নিয়াবাসী সেটার অংশ হতে চায় না'।
এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞার তালিকায় ১৬টি রাজ্য আছে। এসব রাজ্যে সমকামী ও রূপান্তরিত লিঙ্গের বাসিন্দাদের উপর বৈষম্যমূলক আইন জারি রয়েছে।
অন্যান্য রাজ্যগুলো হলো- টেক্সাস, আলাবামা, ইডাহো, আইওয়া, ওকলাহোমা, সাউথ ডাকোটা, সাউথ ক্যারোলিনা, কেন্টাকি, নর্থ ক্যারোলিনা, কানসাস, মিসিসিপি ও টেনেসে।
বন্টা বলেন, 'যেই পাঁচ রাজ্য তালিকায় নতুন করে যুক্ত হয়েছে, সেগুলো বৈষম্যমূলক আইন জারি করেছে'।
সম্প্রতি, ফ্লোরিডা, মন্টানা, আরকানসাস ও ওয়েস্ট ভার্জিনিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্পোর্টস ইভেন্টে রূপান্তরিত নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরিষেবা থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম