লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া-ম্যাক্সিকো সীমান্ত নিয়ে নতুন চুক্তি

২০২৪ সালের মধ্যে ওটে মেসা সীমান্তে নতুন ক্রসিং চালু করতে নতুন চুক্তি করেছে ক্যালিফোর্নিয়া এবং ম্যাক্সিকো সরকার। সোমবার (২৮ জুন) সীমান্ত পারাপারে নতুন ক্রসিং তৈরির এই চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই গেটটি স্যান দিয়েগো রিজিওনের মধ্যে তৃতীয় গেট। সীমান্ত পারাপারে দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটাতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে সীমান্ত পারাপারের সময় নির্ধারণ করা হয়েছে ২০ মিনিট। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক ট্রাক ও যানবাহন তিজুয়ানা ও স্যান দিয়েগো সীমান্তে দীর্ঘক্ষণ আটকে থাকে। ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি ওই অঞ্চলের বাতাসও দূষিত হচ্ছে এতে৷ ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর এলেইনি কওনালাকিস বলেন, 'নতুন সীমান্ত ক্রসিং চালু হলে ব্যবসায়িক উন্নয়নের পাশাপাশি যারা নিয়মিত সীমান্ত পার হচ্ছেন, এমন লাখ লাখ বাসিন্দার স্বাস্থ্য সুরক্ষিত থাকবে'। এলএবাংলাটাইমস/ওএম