লস এঞ্জেলেস

নতুন অর্থবছরে ক্যালিফোর্নিয়ার নতুন আইনগুলো কী? জেনে নিন!

বৃহস্পতিবার (১ জুলাই) নতুন অর্থবছর থেকে ক্যালিফোর্নিয়ায় বেশ কিছু নতুন আইন কার্যকর হতে যাচ্ছে৷ সেগুলো কী? জেনে নিন! ১) সেমিঅটোমেটিক সেন্টারফায়ার রাইফেলসের আওতায় ৩০ দিন সময়কালের মধ্যে একটির বেশি হ্যান্ডগান ক্রয় করা যাবে না। এই নিয়ম আগ্নেয়াস্ত্র ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। ২) ক্যালিফোর্নিয়া এমন একটি পদ সৃষ্টি করবে যা ছাত্রদের লোনের অ্যাডভোকেসি করবে। ৩) যাদের মানসিক সমস্যাসহ অন্যান্য কোনো রোগে হাসপাতালে যেতে হয়েছে, তাদের সেবা সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে। ৪) দাবানলের আগুনে কারো সম্পত্তি পুড়ে গেলে প্রোভিশন অব কভারেজ বা লিভিং এক্সপেন্স বিষয়ে একটি আইন পাশ হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম