লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার সৈকতগুলোর কোনটি সেরা আর কোনটি খারাপ? তালিকা প্রকাশ

ক্যালিফোর্নিয়ার পাঁচশটি সমুদ্র সৈকতকে পানির গুণমানের ওপর ভিত্তি করে সেরা থেকে খারাপের বার্ষিক তালিকাক্রম প্রকাশ করেছে দাতব্য সংস্থা হিল দ্য বে। সমুদ্র সৈকতগুলোর তালিকা 'এ' থেকে 'এফ' গ্রেড অনুসারে সাজানো হয়েছে৷ মূলত ব্যাকটেরিয়ামূলক দূষণের মাত্রার ওপর ভিত্তি করে এই গ্রেড দেওয়া হয়েছে। প্রতিবেদনটি তৈরি করতে ২০২০ সালের গ্রীষ্মকালীন তথ্য ব্যবহার করেছে। প্রতিবেদনটিতে অন্তর্ভূক্ত করা ৯৩ শতাংশের পানির মানই 'এ'থেকে 'বি' গ্রেডে স্থান পেয়েছে। এর মধ্যে ৩৫টি সৈকত বিশেষ তালিকায় স্থান পায়। সমুদ্রসৈকতগুলো তাদের পানির নিখুঁত গুণমানের জন্য বিশেষভাবে মনোনীত হয়। অরেঞ্জ কাউন্টির ১০টি সমুদ্র সৈকত এই মনোনীত তালিকায় স্থান পেয়েছে। এছাড়া লস এঞ্জেলস কাউন্টির সাতটি ও ভেনচুরা কাউন্টির সাতটি সমুদ্রসৈকত এই বিশেষ মনোনীত তালিকায় স্থান পেয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির সমুদ্র সৈকতগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে সান পেদ্রোর রয়্যাল পামস স্টেট বিচ। গুণগত মান খারাপের দিক থেকে প্রতিবেদনটিতে ১০টি সমুদ্র সৈকতের আলাদা তালিকা করা হয়েছে। তালিকাটি পানির খারাপ মান ও ব্যাকটেরিয়াজনিত দূষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই তালিকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকত স্থান পেয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির লাইফগার্ড টাওয়ার ও বোট ডকের মাঝে অবস্থিত ম্যারিনা ডেল রে'র মাদারস সমুদ্র সৈকতটি তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে। পানির মান বিষয়ক বিজ্ঞানী লুক জিঞ্জার বলেন, ‘মনোনীত তালিকায় ম্যালিবুর বেশ কিছু সৈকত স্থান পেয়েছে। এটি খুশির সংবাদ। বিগত কয়েক বছর আগেও ম্যালিবুর সৈকতগুলোর অবস্থা খুবই খারাপ ছিলো।’ জিঞ্জার বলেন, ‘সমুদ্রে সাঁতার কাটার সময় ড্রেন থেকে দূরে থাকবেন। ড্রেন থেকে কমপক্ষে ১০০ ফিট দূরত্ব বজায় রেখে সাঁতার কাটবেন। বৃষ্টি হওয়ার কমপক্ষে তিনদিন পর সাঁতার কাটতে যাবেন'। দাতব্য সংস্থাটি লস এঞ্জেলেস কাউন্টির ২৮টি মিঠাপানির বিনোদন কেন্দ্রেরও আলাদা একটি প্রতিবেদন তৈরি করেছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ