'ফোর্থ অফ জুলাইকে' সামনে রেখে লস এঞ্জেলস কাউন্টি জুড়ে চলছে আতশবাজি নিয়ে সর্তকতার কার্যক্রম। কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট সাধারণ জনগণকে আতশবাজি ফুটাতে নিরুৎসাহিত করছে।
লস এঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আতশবাজির বিপদজনকতা বুঝানোর জন্য আতশবাজি ফাটিয়ে দেখায়। একটু অসাবধানতায় তথাকথিত নিরাপদ আতশবাজিও ঘটাতে পারে ভয়ানক আগুন ও ক্ষতি।
লস এঞ্জেলস কাউন্টি সুপারভাইজার হিলডা সলিস বলেন, ‘তথাকথিত নিরাপদ আতশবাজিগুলো লস এঞ্জেলস কাউন্টির বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ।‘
দমকল কর্মীরা সতর্কবার্তা প্রচার করছে, অত্যধিক শুষ্ক আবহাওয়া ও অতিরিক্ত তাপদাহের কারণে আতসবাজি থেকে ভয়াবহ ও অনিয়ন্ত্রিত দাবানল তৈরি হতে পারে।
লস এঞ্জলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট লে. অ্যান্থনি ইস্টার বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থা ও ফায়ার ডিপার্টমেন্ট একত্রে কাজ করবে। অবৈধভাবে আতশবাজি ফুটাতে গিয়ে ধরা খেলে আপনাকে এক হাজার ডলার জরিমানা হিসেবে গুনতে হবে। শেরিফস ডিপার্টমেন্ট জানিয়েছে যে, তারা আইনভঙ্গকারীদের ধরার জন্য কঠোরভাবে টহল দিবে'।
আতশবাজি শুধুমাত্র সম্পদের ক্ষতি করে না। এর পাশাপাশি আতশবাজির মাধ্যমে মানুষ মারাত্মক আহত হতে পারে। এমনকি, মৃত্যুও ঘটতে পারে।
গত বছর মহামারীর কারণে ফোর্থ অফ জুলাইয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো। তারপরেও আতশবাজির কারণে হতাহতের অনেক অভিযোগ ও খবর পাওয়া যা।
ফায়ার চিফ জানান যে তথাকথিত নিরাপদ আতশবাজির মাধ্যমে বড়দের পাশাপাশি বাচ্চারাও আহত হয়েছে। এরকম হাজারো ঘটনা সারাদেশজুড়ে লক্ষ্য করা যায়।
লস এঞ্জেলস কাউন্টি ফায়ার চিফ ডেরেল অসবি সাধারণ জনগণকে ফোর্থ অফ জুলাই নিরাপদভাবে উদযাপনের জন্য পেশাদার আতসবাজি প্রদর্শনীতে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
সান ফার্ননান্দো ভ্যালিতে এলএপিডি গান বাইব্যাক প্রোগামের মত আতশবাজি বাইব্যাক প্রোগাম চালু করেছে। এটি অবৈধ আতশবাজি কমানোর একটি প্রচেষ্টা হিসেবে কাজ করছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
এলএবাংলাটাইমস/এমডব্লিউ