ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে তিনজন নারী রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে এক নার্সকে আটক করেছে পুলিশ।
মিশন ভিয়েহো হসপিটালের এই পুরুষ নার্সটির বিরুদ্ধে তিনজন নারী রোগীকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা আশঙ্কা করছেন, ভুক্তভোগীর সংখ্যা তিনজনের বেশি হতে পারে।
বুধবার (৩০ জুন) সকালে ৫৬ বছর বয়সী পল আল্ডেন মিলারকে প্রবীণদের যৌন নিপীড়ন ও সেক্সুয়াল ব্যাটারির অভিযোগে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা বলেন, মিলার তিনজন নারীকে যৌন নির্যাতন করেছেন। তিনজন নারীর বয়স যথাক্রমে ২২, ৫৬ ও ৬৮। তদন্তকারীরা জানায়, এই তিনটি পৃথক ঘটনাই বছরের শুরুতে ঘটেছে।
মিলার বিগত ছয় বছর ধরে নার্স হিসেবে কাজ করছে। ঘটনার সময় সেন মিশন ভিয়েহোর প্রভিডেন্স মিশন হসপিটালে কর্মরত ছিলো।
অভিযুক্তকে অরেঞ্জ কাউন্টি জেলে রাখা হয়েছে। তার জামিনের পরিমাণ ১০০,০০০ ডলার ধার্য করা হয়েছে।
তদন্তকারীরা আশঙ্কা প্রকাশ করছে যে ভুক্তভোগীর সংখ্যা আরো বেশি হতে পারে।
মিলার প্রভিডেন্স মিশন হসপিটালে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত কাজ করেছে। এর পূর্বে সে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত এল সেন্তো রিজিনাল মেডিকেল সেন্টারে ও ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের মে পর্যন্ত চুলা ভিস্তার শার্প হসপিটালে কাজ করেছে।
কারো কাছে কোন তথ্য থাকলে অরেঞ্জ কাউন্টির শেরিফের ডিপার্টমেন্টে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
শেরিফস ডিপার্টমেন্টঃ (714) 647-7419
গোপনীয়তা বজায় রেখে তথ্য দিতে চাইলে ওসি ক্রাইম স্টপারস-এ যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
855-TIP-OCCS (855-847-6227)
এলএবাংলাটাইমস/এমডব্লিউ