লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রের পাসপোর্টে যুক্ত হচ্ছে তৃতীয় লিঙ্গ কোটা

যুক্তরাষ্ট্র তাদের দেশীয় পাসপোর্টে তৃতীয় লিঙ্গ কোটা বা অপশন অন্তর্ভুক্তি করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন এই ঘোষণা দিয়ে জানান, অপশনটি যোগ করতে সময় লাগবে। এটি একটি জটিল প্রক্রিয়া। এছাড়া পুরুষ বা স্ত্রী লিঙ্গ বাছাই করার ক্ষেত্রে একটি নিয়ম পরিবর্তন হয়েছে। ইতোপূর্বে লিঙ্গ বাছাই করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ও মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হতো। এখন এটির প্রয়োজন হবে না। অ্যান্টনি ব্লিনকেন জানান, স্টেট ডিপার্টমেন্ট সকল পাসপোর্টধারীকে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে অন্য সকল এজেন্সির সাথে নিবিড়ভাবে কাজ করছে৷ ব্লিনকেন বুধবার (৩০ জুলাই) বিবৃতিতে জানান, এই পদক্ষেপের মাধ্যমে এলজিবিটিকউএলপ্লাস দলের মানুষেরা অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। বাইডেন প্রশাসন এলজিবিটি কমিউনিটির মানুষদের উন্নতির জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছেন। গত সপ্তাহে বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী এই কমিউনিটির গ্রহণযোগ্যতা বাড়াতে বিশেষ দূত নিয়োগ দিয়েছে। এছাড়া রূপান্তরিত লিঙ্গের প্রবীণদের এখন থেকে হেলথ কেয়ার কভারেজের আওতায় জেন্ডার কনফার্মেশন সার্জারির সুযোগ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স (ভিএ) সেক্রেটারি ডেনিস ম্যাকডনোঘ ফ্লোরিডার প্রাইড ইভেন্টে এই পরিবর্তনের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার কভারেজে প্রথমবারের মতো জেন্ডার কনফার্মেশন সার্জারির সুযোগ থাকছে। এর আগে এতোদিন শুধুমাত্র হরমোনাল থেরাপি এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হতো। ফ্লোরিডার প্রাইড ইভেন্টে ডেনিস ম্যাকডনোঘ জানান, এখন থেকে পরিপূর্ণ প্রসেসের জন্য ভিএ পাশে থাকবে। জেন্ডার কনফার্মেশন সার্জারি একটি জটিল প্রক্রিয়া। এটিকে সেক্স রি-অ্যাসাইনমেন্ট সার্জারিও বলা হয়। এটি একটি ব্যক্তির অ্যানাটমি পরিবর্তন করে জেন্ডার আইডেন্টিটির সাথে একীভূত করতে হয়। ডেনিস বলেন, 'এর মাধ্যমে রূপান্তরিত লিঙ্গের মানুষদের প্রতি বৈষম্যের ইতি ঘটবে। আসন্ন গ্রীষ্ম কাল থেকে এই সার্জারিগুলোর প্রক্রিয়া শুরু হবে'। এলএবাংলাটাইমস/ওএম