ক্যালিফোর্নিয়ার ইরউইন্ড্যাল থেকে ১ দশমিক ৫ টন অবৈধ আতশবাজি জব্দ করেছে পুলিশ। এই সময় অবৈধ আতশবাজি বিক্রি চেষ্টার অভিযোগে ৮ জন আটক হয়।
শনিবার (৩ জুলাই) ইরউইন্ড্যাল পুলিশ সূত্র জানায়, একটি ই-কমার্স সাইটের মাধ্যমে অনলাইনে এসব আতশবাজি বিক্রি করা হচ্ছিল।
ইরউইন্ড্যাল পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট রুডি গ্যাটো বলেন, ৪ জুলাই স্বাধীনতা দিবসকে ঘিরে অবৈধ আতশবাজি বিক্রি বেড়ে যায় প্রতিবার। তাই এবার আগে থেকেই অবৈধ আতশবাজি এবং এই সংক্রান্ত ক্ষয়ক্ষতি এড়াতে অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্যাটো জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সোর্স এর সহায়তায় এসব অভিযান পরিচালনা করা হয়। জুন থেকে এসব অভিযান শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলেছে৷
এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি উদ্ধারের পাশাপাশি এসব বিক্রি ও উৎপাদনের সাথে জড়িত অনেককে আটক করা হয়েছে।
গ্যাটো জানান, জব্দকৃত এসব আতশবাজি নিয়ম মেনে ধংস করা হয়েছে।
এর আগে লস এঞ্জেলেসের দক্ষিণে একটি বাড়ি থেকে মজুদ অবৈধ আতশবাজি উদ্ধার করার পর বিস্ফোরণ করে ধংস করতে যেয়ে ১৭ জন আহত হোন।
ক্যালিফোর্নিয়ার অধিকাংশ শহরেই সকল প্রকার আতশবাজিকে অবৈধ ঘোষণা করেছে। এর মধ্যে লস এঞ্জেলস শহরও অন্তর্ভুক্ত। ইতোমধ্যে তীব্র তাপদাহের কারণে প্রশাসন দাবানলের আশঙ্কা করছে এবং অবৈধ আতশবাজি প্রায় সময়ই অগ্নিসংযোগ ঘটায়।
এলএবাংলাটাইমস/ওএম