ক্যালিফোর্নিয়ার হ্যাসিয়েন্ডা হাইটসের ফ্রিওয়েতে একটি গাড়ির ওপর বন্দুক হামলায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, শনিবার (৩ জুলাই) দুপুর ১২.৩০ এই ঘটনা ঘটে। হামলার কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়ি থেকে আততায়ীরা গুলি ছুঁড়ে অপর গাড়ির তিনজনকে গুলিবিদ্ধ করে।
গাড়িতে থাকা ৩ জন যাত্রীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক জন ব্যক্তির মৃত্যু ঘটে। ব্যক্তিটির মৃত্যু গুলিবিদ্ধ হওয়ার কারণে হয়েছে কী না তা জানা যায়নি। হামলার শিকার ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সন্দেহভাজন গাড়িটির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
হামলাটির পর ৬০ নং ফ্রিওয়েটি কয়েক ঘণ্টা বন্ধ ছিলো। তবে এখন রাস্তাটি সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ