রোববার (৪ জুলাই) ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ব্রেন্টউড ফায়ার স্টেশনে একটি আকস্মিক পরিদর্শনে যান। তিনি দমকল কর্মীদেরকে তাদের সাহসিকতা ও সেবার জন্য ধন্যবাদ জানান।
স্টেশনটি পরিদর্শনে তাঁর সাথে তাঁর স্বামী ডগলাস এমহোফ, রেপ. টেড লিউ, ডি-টোরেন্স ও তাঁর স্ত্রী বেটি যান। হ্যারিস লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের ১৯নং স্টেশনটি পরিদর্শনে যান। স্টেশনটি তাঁর ব্রেন্টউডের বাড়িটির নিকটেই অবস্থিত।
২০১৯ সালের গেটি ফায়ার মোকাবিলার জন্য ১৯নং স্টেশনটি থেকে ১,০০০ দমকল কর্মী নিয়োজিত করা হয়েছিলো। গেটি ফায়ারে ১০টির বেশি ভবন ধ্বংস হয়েছিলো।
ভাইস-প্রেসিডেন্ট সকাল ১১টার দিকে ফায়ার স্টেশনটিতে উপস্থিত হন। তিনি দমকলকর্মীদের জন্য উপহার হিসেবে এক বাক্স কুকিজ সাথে নিয়েছিলেন।
দমকলকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ‘আপনার যে সাহস প্রদর্শন করেন তা তুলনাহীন। আপনারা নিঃস্বার্থভাবে মানুষের জীবন বাঁচান। আমাদের অবশই নিজেদের আসল প্রকৃতি মনে রাখতে হবে।‘
হ্যারিস তাঁর ১৩ মিনিটের পরিদর্শনে খরা ও দাবানল নিয়ে কথা বলেন।
তিনি বলেন ‘এই বছরের দাবানল আগের বছরের চেয়ে বেশি ভয়ংকর হবে’।
হ্যারিস শুক্রবার (২ জুলাই) লস এঞ্জেলসে আসেন। বিগত দুই সপ্তাহের মধ্যে এটি হ্যারিসের দ্বিতীয় লস এঞ্জেলস সফর। শনিবারে (৩ জুলাই) তিনি ৩ ঘণ্টা লাস ভেগাসে কাটান। তিনি লাস ভেগাসে কার্পেন্টারস ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার পরিদর্শনে যান। সেখানে তিনি বাইডেন প্রশাসনের ইনফাস্ট্রাকচার বিল নিয়ে কথা বলেন। শনিবার বিকেলেই তিনি লস এঞ্জেলসে ফিরে আসেন।
হ্যারিসের লাস ভেগাস সফর বাইডেন প্রশাসনের “আমেরিকাস ব্যাক টুগেদার” কার্যক্রমের অন্তর্ভুক্ত। কার্যক্রমটি আমেরিকার অগ্রগতি উদযাপনের জন্য তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন ও অন্যান্য ক্যাবিনেট সদস্যারা দেশের অন্যান্য অংশ সফর করছেন।
ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর লস এঞ্জেলসে এটি হ্যারিসের পঞ্চম ভ্রমণ।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ