লস এঞ্জেলেস

১ হাজার একর জুড়ে ছড়িয়েছে দাবানল, দুই দমকলকর্মী আহত

ক্যালিফোর্নিয়ার গরম্যান এলাকার ৫ নং ফ্রিওয়ের কাছে একটি দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানলটি প্রথমে স্বল্প এলাকা জুড়ে শুরু হলেও পরবর্তীতে সেটি ১ হাজার একর জুড়ে ছড়িয়ে পরে। রবিবার (৪ জুলাই) আকস্মিক এই দাবানলের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানায়, দাবানলটির আশেপাশের এলাকা থেকে মানুষ সরিয়ে ফেলার কার্যক্রম চলছে এবং দাবানলটি মোকাবিলায় দমকলকর্মীরা কাজ করছে। দাবানলটি দুপুর ২টার দিকে গরম্যান পোস্ট রোডের দক্ষিণামুখী রোডের দিকে শুরু হয়। কর্তৃপক্ষ জানায়, দাবানলটি বাতাসের কারণে আকারে বৃদ্ধি পায়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায় যে বর্তমানে উক্ত এলাকায় ঘণ্টায় ১৮ থেকে ২৫ মাইল বেগে বাতাস বইছে।  দাবানলটি প্রথমে ২০০ একর জুড়ে শুরু হলেও তা অতি দ্রুত ১০০০ একর জুড়ে ছড়িয়ে পড়ে। দাবানলটির ১০ শতাংশ সংরক্ষণ করা গিয়েছে। এখন পর্যন্ত কোন কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে দুইজন দমকল কর্মী সামান্য আহত হয়েছে। শেরিফস ডিপার্টমেন্ট জানায়, গরম্যান পার্ক এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ চলছে। দাবানলটি কিভাবে শুরু হয়েছে তা এখনো জানা যায়নি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ