লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়াবাসীর জন্য ডিজনিল্যান্ড রিসোর্টের আকর্ষণীয় ছাড়

গ্রীষ্মের ছুটিতে ডিজনিল্যান্ড রিসোর্টে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? মঙ্গলবার (৬ জুলাই) থেকে ডিজনিল্যান্ড রিসোর্ট ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্য দিচ্ছে আকর্ষণীয় ছাড়। ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা চাইলেই দিন প্রতি মাত্র ৮৩ ডলারে ডিজনিল্যান্ড পার্ক এবং ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক ঘুরে আসতে পারবেন। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তিনদিনের এক পার্কের টিকিট ৬ জুলাই থেকে ২৪৯ ডলারে বিক্রি করা হবে।  এর সাথে আরেকটু অর্থ যোগ করলেই পাবেন পার্ক হুপারস। টিকিটটির মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত। এর মাঝে যেকোনো ৩ দিন আপনি টিকিট দিয়ে পার্কটি ঘুরে আসতে পারবেন। টিকিটের পাশাপাশি রিসোর্টটি দিচ্ছে আরও ছাড়। রিসোর্টে অবস্থিত নির্দিষ্ট কয়েকটি হোটেলে পাবেন শতকরা ২৫ ভাগ ছাড়। ৬ জুলাই  থেকে ২ অক্টোবর পর্যন্ত  ডিজনি গ্র্যান্ড ক্যালিফোর্নিয়া হোটেল এন্ড স্পা-এ ২৫ শতাংশ ও ডিজনিল্যান্ড হোটেলে ২০ শতাংশ ছাড় পাবেন. বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- Disneyland.com. এলএবাংলাটাইমস/এমডব্লিউ