লস এঞ্জেলেস

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিলিয়ন ডলার বিল পাশ করলেন নিউসাম

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ১২৩ দশমিক ৯ বিলিয়ন ডলার এডুকেশন বিলে স্বাক্ষর করলেন গভর্নর গেভিন নিউসাম। ২০২১-২২ অর্থ বছরে কে-টুয়েলভ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। গেভিন নিউসাম নাপা ভ্যালি এলিমেন্টারি স্কুলে কিছু শিক্ষার্থীদের উপস্থিতিতে এই বিলটি পাশ করেন। এই বিলের আওতায়, দুই বছরব্যাপী কিন্ডারগার্টেন প্রোগ্রামটি ৪ বছর বয়েসী শিশুদের জন্য বিনামূল্যে করানোর সময়সীমা বাড়ানো হলো। এছাড়া এই বিলের মাধ্যমে আফটার স্কুল ও সামার স্কুল প্রোগ্রাম খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ বিশেষ করে যেসব অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, সেই অঞ্চলগুলোতে এই সুবিধা বাড়ানো হবে। নিউসাম বলেন, 'শিক্ষাব্যবস্থা নিয়ে এমন কিছু আগে কখনো হয়নি। আমরা শুধুমাত্র চার বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে পাঠদানই করানো না, ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য কাজ করবো। এছাড়া অন্যান্য সব খাতে বরাদ্দ রাখা হয়েছে'। এছাড়া আরো বিভিন্ন খাতে বরাদ্দকৃত এই অর্থ খরচ করা হবে৷ শিক্ষার্থীদের ফ্রি-মিলের পাশাপাশি আরো অনেক সুবিধা যোগ করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম