লস এঞ্জেলেস

সোমবার ক্যালিফোর্নিয়ায় চলবে ফ্লেক্স এলার্ট, পরিমিত বিদ্যুৎ ব্যবহারের আহ্বান

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে চলমান তাপদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফ্লেক্স এলার্ট জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া পাওয়ার গ্রিডের ম্যানেজার সোমবার (১২ জুলাই) রাজ্যজুড়ে ফ্লেক্স এলার্ট জারি করেন। একই সাথে তিনি রাজ্যের বাসিন্দাদের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরিমিত হারে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান। ক্যালিফোর্নিয়া ইনডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর বাসিন্দাদের বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ বাঁচানোর আহ্বান জানায়। সংস্থাটি একটি বিবৃতিতে বলে, 'বুটলেগ অগ্নিকান্ডের কারণে ওরিগনের ইলেক্টিক ট্রান্সমিশন লাইনগুলো ঠিকমত কাজ করছে না। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রার কারণে বৈদ্যুতিক চাহিদাও বৃদ্ধি পেয়েছে। তাই, রাজ্যের পাওয়ার গ্রিডকে স্থিতিশীল রাখার জন্য ক্যালিফোর্নিয়া পাওয়ার গ্রিড ফ্লেক্স এলার্ট জারী করছে। ফ্লেক্স এলার্টটি ১২ জুলাইয়ের জন্য ডাকা হয়েছে।' রবিবারে ফ্লেক্স এলার্ট কার্যকর ছিল না। সপ্তাহের শুরু হলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ওরিগনের বুটলেগ অগ্নিকান্ড ক্যালিফোর্নিয়ার বিদ্যুতের লাইনগুলোর জন্য হুমকির কারণ হিসেবে দাঁড়িয়েছে। ফ্লেক্স এলার্ট চলাকালীন সময় গ্রাহকদেরকে নিম্নের কাজগুলো করার জন্য উৎসাহী করা হলো- ১) থার্মোস্ট্যাট ৭৮ ডিগ্রি বা তাঁর বেশিতে সেট করুন। ২) ডিস ওয়াসার, ওয়াশিং মেশিন ও ড্রায়ার এর মত বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার পরিহার করুন। ৩) অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখুন। গ্রাহকদেরকে এয়ার কন্ডিশনারের পরিবর্তে  ফ্যান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে মানা করা হয়েছে। ফ্লেক্স এলার্টের পূর্বে গ্রাহকদেরকে তাদের সুবিধার্থে  নিম্নের কাজগুলো করার পরামর্শ দেওয়া হলো-  ১) বিদ্যুৎ যাওয়ার পূর্বে থার্মোস্ট্যাটের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করুন। ২) সকালেই  ওভেন, ড্রায়ার এর মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করুন। ৩) ঘর ঠাণ্ডা রাখার জন্য জানালা ও পর্দা লাগিয়ে রাখুন। ৪) সৌর বিদ্যুৎ ব্যবহার করে মোবাইল, ল্যাপটপ ও বৈদ্যুতিক যানবাহন চার্জ দিন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ