লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের রিসিপশন

২৮শে জুলাই ২০১৫, মঙ্গলবার লস এঞ্জেলেসে সফররত বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের জন্য রিসিপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থান ছিল,Thailand Plaza Restaurant। লস এঞ্জেলেসের বাংলাদেশী কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। তারা খুব অল্প সময়ে সুন্দর এ অনুষ্ঠানের আয়োজন করেন। 





অনুষ্ঠানের শুরতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত সবাই দাড়িয়ে গায়।
অনুস্ঠান টি উপস্থাপনা করছেন জনাব মিঠুন চৌধুরি। সার্বিক সহযোগীতা করেন, আবুল হাসেম, জনাব ফ্রেন্ড বাবু। 









উক্ত অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ পরিবেশন করে।সবচেয়ে বড় আকর্ষন ছিল, অলিম্পিক দলের নাচ। তাদের মন মুগ্ধকর নাচ দেখে সবাই অভিভূড। যারা নাচে অংশ নেয়, চৈতী, কনিজ,পারুল, জাকিয়া,কাকলী, উর্মি, সিদ্দীক, নাঈম, রিপন, সাগর, মাহমুদা, সুইটি, খুশি,মুন্নি, বেবী,মিষ্টি।  এ অনুষ্ঠানে উন্নত ডিনারের ব্যবস্থা ছিল। চাইনীজ সহ বিভিন্ন ধরনে খাবার পরিবেশন করা হয়। এলএ বাংলাটাইমস এর কর্ণধার সহ অনেকে আথলেট দের সকল কে এক টি করে মেডেল পরিয়ে দেন। জনাব কালী প্রদীপ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের প্রসংশা কর।সবাই মিলে একত্রে এমন অনুষ্ঠান আয়োজন করারও প্রশংসা করেন তিনি। বাংলাদেশ অলিম্পিকের চেয়ারম্যান ডাঃ শারমিন মতিন চৌধুরী লস এঞ্জেলেসের বাংলাদেশিদের ক্রেস্ট প্রদান করেন।  



রিসিপশন অনুস্ঠানটি লস এঞ্জেলেসের ক্রিড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবের সার্বিক সহযোগীতায় সকল প্রবাসী বাংলাদেশীরা মিলে আয়োজন করেছেন। ফ্রেন্ডস ক্লাব প্রতি বছর ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দিয়ে আসছে। তার ই ধারা বাহিকতায় গতকালের এ আয়োজন। বাংলাদেশ টিমের হেড অব ডেলিগেশন মিঃ ফারুকুল ইসলাম সকল কে এ অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। 




বাংলা কমিউনিটির সব শ্রেনির লোকজন এখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের অনেক প্রক্তন প্রবাসী ক্রীড়াবিদ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবার সাথে ফটোসেশন করা হয়।কমিউনিটও নেতা আবুল হাসেম কমিউমিটির সকল নেতাকে মঞ্চে ডেকে নেন। 
অনুষ্ঠান শেষে অনেকে খেলোয়ারদের গাড়িতে করে এগিয়ে দিয়ে  আসে।