লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে মোটর সাইকেল দূর্ঘটনায় মৃত ১

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় এনচিনোর ১০১ ফ্রি-ওয়েতে একটি মোটর সাইকেল দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনাটি বিকাল ৪.১৫ এর দিকে ফ্রি-ওয়েটির পশ্চিম-পার্শ্বের ওয়াইট ওকস এরিয়াতে ঘটে। একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের পাশের চারটি লেন বন্ধ করে দেয়া হয়। এর ফলে সন্ধ্যার দিকে ফ্রি-ওয়েটিতে বিশাল জ্যামের সৃষ্টি হয়। পরবর্তীতে যান চলাচলের জন্য একটি লেন খুলে দেওয়া হয়। ঘটনাস্থলে একটি সিগএলার্ট জারী করা হয়। দুর্ঘটনাটি কেন ঘটেছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ