লস এঞ্জেলেস

লস এঞ্জেলসে আবারো বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের আদেশ জারি

করোনার সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ পুনরায়  সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে। পূর্বে কাউন্টি শুধুমাত্র ইনডোর পরিস্থিতিতে সবাইকে মাস্ক পড়ার পরামর্শ দিতো। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশটি শনিবার (১৭ জুলাই) থেকে কার্যকর হবে। ঘোষণাটি বৃহস্পতিবারের একটি ভার্চুয়াল ব্রিফিং এর মাধ্যমে দেওয়া হয়েছে। ঘোষণার একমাস পূর্বে ক্যালিফোর্নিয়া বাধ্যতামূলক  মাস্ক ব্যবহার আইন তুলে দেওয়া হয়েছিলো। এলএ কাউন্টি হেলথ অফিসার, ড. মুন্টু ডেভিস বলেন ‘নতুন স্বাস্থ্য আদেশটি শুক্রবারের মধ্যে covid19.lacounty.gov  এ প্রকাশিত হবে। ডেভিস বলেন ‘কাউন্টিতে আশানুরূপভাবে ভ্যাক্সিন নেওয়া হয়নি। বিগত সাতদিন ধরে দৈনিক ১০০০ নতুন কেস সামনে আসছে যা এটিকে প্রমাণ করে।‘ বৃহস্পতিবার (১৫  জুলাই) কাউন্টিতে ১৫৩৭টি নতুন কেস পাওয়া গিয়েছে। দেশজুড়ে এক সপ্তাহের মধ্যে করোনা রোগীর সংখ্যা গড়ে ৬৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে । বর্তমানে প্রাপ্ত করোনা রোগীর সংখ্যা বিগত ৩ সপ্তাহ আগে প্রাপ্ত রোগীর সংখ্যার দ্বিগুণ। কিছুকিছু ক্ষেত্রে ভ্যাক্সিনেটেড ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়। কিন্তু এরকম ঘটনা খুব কম ঘটে ও ঘটলেও আক্রান্ত ব্যক্তির জীবন ঝুঁকিতে থাকে না। ভ্যাক্সিন সম্পর্কে অনেক গুজব ছড়ানো হয়েছে। এসকল গুজবে পিছে ভ্যাক্সিন গ্রহণে অনীহা প্রকাশকারী ব্যক্তিরা দায়ী বলে ধারণা করা হচ্ছে। ইউএস সার্জেন জেনারেল ড. বিবেক মুরথি এইসকল মিথ্যাচারকে জনস্বাস্থ্যের জন্য একটি বিশাল হুমকি হিসেবে দেখেন। মুরথি বলেন ‘আমরা এখনো পরিপূর্নভাবে বিপদ কাটিয়ে উঠতে পারিনি। লাখ লাখ আমেরিকান এখনো করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে। যারা ভ্যাক্সিন নেয়নি তাদের মধ্যে ভাইরাসটি বেশি বিস্তার হচ্ছে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ