লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় অনুমোদন পেলো 'স্টেট ফাণ্ডেড গ্যারেন্টেড ইনকাম প্ল্যান'

ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা প্রথমবারের মতো স্টেট ফাণ্ডেড গ্যারান্টেড ইনকাম প্ল্যানের অনুমোদন দিয়েছে৷ বৃহস্পতিবার (১৫ জুলাই) ক্যালিফোর্নিয়ার সিনেট ৩৬-০ ভোটে এবং অ্যাসেম্বলি ৬৪-০ ভোটে বিলটি অনুমোদন করেন। এই বিলের আওতায় গর্ভবতী নারীরা এবং তরুণরা, সম্প্রতি যাদের ফোস্টার কেয়ার শেষ হয়েছে, তাদের বিনাশর্তে মাসিক ১ হাজার ডলার প্রদান করা হবে। এর জন্য ৩৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। মূলত ক্যালিফোর্নিয়ার করদাতাদের অর্থ থেকেই বিলের অর্থ প্রদান করা হবে। এই অর্থ খরচের জন্য কোনো জবাবদিহিতা থাকবে না। ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রথমবারের মতো এই ধরণের স্টেট ফাণ্ডেড ইনকাম প্ল্যান পাশ করা হয়েছে। আর এই ধরণের বিল পাশ করতে ডেমোক্রেটিকরা চাপ সৃষ্টি করে আসছিলো। ইউনিভার্সাল বেসিক ইনকাম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত করোনা মহামারির কারণে কংগ্রেস তিনটি স্টিমুলাস চ্যাক পাশ করে। ডেমোক্রেটিক আইনপ্রণেতারা বলছেন, মহামারি শেষ হলেও এই ধরণের স্টেট ফাণ্ডেড ইনকাম প্ল্যান জারি রাখতে হবে। এলএবাংলাটাইমস/ওএম