লস এঞ্জেলেস

টিকার পূর্ণ ডোজ গ্রহণ করলেও কেনো মাস্ক ব্যবহার জরুরি? জানুন বিশেষজ্ঞ মতামত

লস এঞ্জেলস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা আবারো ইনডোর পাবলিক প্লেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে। শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট থেকে নির্দেশনাটি কার্যকর হবে। লস এঞ্জেলেস কাউন্টিতে সম্প্রতি করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। মূলত এই কারণেই কাউন্টিতে আরেক দফা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ জারি করা হয়েছে। কাউন্টিতে বিগত ছয়দিন ধরেই দৈনিক এক হাজারের বেশি বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হচ্ছে। যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, ইনডোর পাবলিক প্লেসে তাদেরকেও মাস্ক ব্যবহার করতে হবে৷ এই সিদ্ধান্তটি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা অনুসারে মাস্ক ব্যবহার করতে প্রয়োজন বোধ করছেন না। মেন্ড আর্জেন্ট কেয়ারের সিইও ড. এন্থনি কার্ডিলো বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদেরও মাস্ক ব্যবহার করতে হবে।‘ তিনি জানান যে মাস্ক ব্যবহারের এই নির্দেশনাটি সম্পূর্ণরূপে কার্যকর না হলে আবারো আরো কঠোর বিধিনিষেধ আরোপের প্রয়োজন হতে পারে। কার্ডিলো বলেন, ‘মাস্ক ব্যবহারের আদেশটি সম্পূর্ণরূপে কার্যকর হলে আমাদেরকে আবার লকডাউনে ফিরে যেতে হবে না।‘ তিনি আরো জানান, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, করোনা ভাইরাসের সংস্পর্শে আসলেও কোনো প্রকার লক্ষণ দেখা তাদের মধ্যে দেখা যাবে না। কিন্তু তারা অন্যদের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে দিতে সক্ষম। কার্ডিলো বলেন, ‘টিকা নিলে আপনি গুরুতরভাবে অসুস্থ হবে না। কিন্তু টিকা ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে পারে না। ভাইরাসের সংক্রমণ বন্ধ করার সর্বোত্তম উপায় হলো মাস্ক ব্যবহার করা।' এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম