লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আটদিনের মধ্যে সপ্তমবার বাড়লো গ্যাসের মূল্য

লস এঞ্জেলস কাউন্টিতে সেলফ-সার্ভ রেগুলার গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৩৫৪ ডলারে পৌঁছিয়েছে। এই নিয়ে বিগত আটদিনে গ্যাসোলিনের মূল্য মোট সাতবার বৃদ্ধি পেয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোশিয়েশন ও ওয়েক প্রাইস ইনফরমেশন সার্ভিসহতে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, বিগত সাতদিনে গ্যাসোলিনের গড়মূল্য ১ দশমিক ৫ সেন্ট বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রবিবারে গ্যাসোলিনের মূল্য এক সেন্টের তিন দশমাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গ্যাসোলিনের মূল্য বিগত মাস হতে ১০ দশমিক ৪ সেন্ট ও বিগত বছর হতে ১ দশমিক ১২৯ ডলার বেশি। বছরের শুরু থেকে এখন পর্যন্ত গ্যাসোলিনের মূল্য সর্বমোট ১ দশমিক ১৪ ডলার বৃদ্ধি পেয়েছে। এটি ২০১২ সালের ২৫ অক্টোবরের পর গ্যাসোলিনের সর্বোচ্চ মূল্য। জেফেরি স্প্রিং বর্তমানে  দ্যা অটোমোবিল ক্লাব অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কর্পোরেট কমিনিউকেশন ম্যানেজার হিসেবে  দায়িত্ব পাওলন করছেন। তাঁর মতে, তেলের দাম ও গাড়ি চালিয়ে চলাফেরা করা মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের গড়মূল্য হ্রাস পেয়ে ৪ দশমিক ৩১৩ ডলারে নেমেছে। এই নিয়ে বিগত দুইদিন ধরে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। এর পূর্বে অরেঞ্জ কাউন্টিতে আটদিনে সাতবার গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি পেয়েছিলো। অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের গড়মূল্য বিগত সপ্তাহ থেকে ১ দশমিক ৪ সেন্ট, বিগত মাস থেকে ১১ সেন্ট ও বিগত বছরের থেকে ১ দশমিক ১৯৮ ডলার বৃদ্ধি পেয়েছে। এই বছরের শুরু থেকেই মূল্য ১ দশমিক ০৮ সেন্ট বৃদ্ধি পেয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ