লিংকন হাইটসে পুলিশের সাথে সংঘর্ষের মাধ্যমে ছুরি হাতে একজন আততায়ী গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষটি মঙ্গলবারে (২১ জুলাই) রাতে ঘটেছে।
লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, ঘটনাটি মঙ্গলবার রাতে ৩৩০ ওয়েস্ট এভিনিউতে ঘটে। পুলিশ অফিসাররা একটি রেডিও বার্তার সাড়া দিতে ওই জায়গায় যায়। সেখানে তারা ছুরি হাতে আততায়ীটির মুখোমুখি হয়। সংঘর্ষটি একটি বৃদ্ধাশ্রমের নিকট ঘটে।
আততায়ীটি পুলিশ অফিসারদের উপর আক্রমণ করতে আসলে একজন অফিসার আততায়ীটিকে আহত করে।
ব্যক্তিটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। সংঘর্ষটিতে কোন পুলিশ অফিসার আহত হয়নি।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ