লস এঞ্জেলেস

সংক্রমণ বাড়ায় বিপদজনক বেগুনি স্তরে লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রান্ত বিধি-নিষেধ তুলে নেওয়ার জন্য ব্যবহৃত কালার-কোডেড ফ্রেমওয়ার্ক মোতাবেক বর্তমানে এলএ কাউন্টি বিপদজনক বেগুনি স্তরে অবস্থান করছে। জুন মাসের ১৫ তারিখে ক্যালিফোর্নিয়া রাজ্য করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিধি-নিষেধ তুলে ফেলে। বিধি-নিষেধের পাশাপাশি এটি তাঁর কালার কোডেড ফ্রেম-ওয়ার্কটিও তুলে ফেলে। ফ্রেমওয়ার্কটি মূলত অর্থনৈতিক ব্যবস্থাকে নিরাপদ ও সচল রাখানোর জন্য তৈরি করা হয়েছিলো। ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন রাজ্যকে বিভিন্ন বিপদজনক স্তরে সাজানো যায়। লস এঞ্জেলস ও সান বার্নাডিনো কাউন্টিতে করোনার হার অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে এই দুই কাউন্টি সর্বোচ্চ বিপদজনক বেগুনি স্তরে অবস্থান করছে। বেন্টুরা কাউন্টি লাল স্তরে ও অরেঞ্জ কাউন্টি কমলা স্তরে অবস্থান করছে। রিভারসাইড কাউন্টি সবচেয়ে কম বিপদজনক হলুদ স্তরে অবস্থান করছে। শনিবার রাতে এলএ কাউন্টিতে ইনডোর পাবলিক সেটিংসে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়েছে। আদেশটি ভ্যাক্সিনেটেড ব্যক্তিদের জন্যেও প্রযোজ্য। পূর্বে শুধুমাত্র আনভ্যাক্সিনেটেড ব্যক্তিদের জন্য মাস্ক ব্যবহার পরামর্শ দেওয়া হতো। কিন্তু অনেকেই এটি পালন না করায় মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। স্বাস্থ্যকর্মীদের মতে, ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি আনভ্যাক্সিনেটেড মানুষদের কারণে এলএ কাউন্টিতে করোনা অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে। বিগত ১২দিন ধরে কাউন্টিতে দৈনিক ১০০০ জনের বেশি করোনা রোগী পাওয়া যাচ্ছে। সান্তা বারবারা সহ ক্যালিফোর্নিয়ার ১৭টি কাউন্টিতে ইনডোর সেটিংসে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে, পাসাডিনার নিজস্ব হেলথ এজেন্সি সোমবার (১৯ জুলাই)  রাতে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে। কাউন্টিতে বুধবার (২১ জুলাই)  থেকে ঘোষণাটি কার্যকর করা হবে।  এলএবাংলাটাইমস/এমডব্লিউ