লস এঞ্জেলেস

করোনা বাড়লেও বন্ধ থাকছে না ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান

আসন্ন শরৎকালেই ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কুলগুলো খুলে দেওয়া হবে। রাজ্যজুড়ে করোনা বাড়লেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছে।  . শুক্রবারে (২৩ জুলাই) স্টেট সুপারিটেন্ডেন্ট অফ  পাবলিক ইন্সট্রাকশন টনি থুরমন্ড এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি হাইল্যান্ড পার্কের মন্টে ভিস্তা এলিমেন্টারি স্কুল পরিদর্শনে এসেছিলেন। থুরমন্ড বলেন ‘অবশ্যই আমাদের প্রতিনিয়ত করোনার হার পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু CDC ও ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি সবাই মাস্ক ব্যবহার করে ও টিকা নিতে সক্ষম ব্যক্তিরা টিকা নেয়, তাহলে আমরা সুরক্ষিতভাবেই স্কুলগুলো পরিচালনা করতে পারব।‘ ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন ক্যালিফোর্নিয়া রাজ্যে ১০০০ এর অধিক করোনা রোগী পাওয়া যাচ্ছে। সংক্রমণের হার টিকা নেয়নি এমন জনগোষ্ঠীর মধ্যেই বেশি। ১২ বছরের কম বাচ্চারা টিকা নেওয়ার যোগ্য না। এটির কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো করোনার হটস্পটে পরিণত হতে পারে। এলএ কাউন্টির জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার জানান যে ১২ থেকে ১৭ বছর বয়সী বাচ্চাদের মধ্যে মাত্র ৩৯ শতাংশ টিকা গ্রহণ করেছে। এদ্বারা, করোনার বিরুদ্ধে শক্তিশালী ইমিউনিটি তৈরি করা সম্ভব না বলেও তিনি জানান। এলএ কাউন্টি স্কুল বোর্ড বলছে যে শিক্ষার্থীরা সবসময় মাস্ক ব্যবহার করবে। যদি সংক্রমণের হার যথেষ্ট পরিমাণে কমে, তবে মিডল ও হাইস্কুলগুলোর স্কুল ভবনের বাইরে মাস্ক ব্যবহারের  প্রয়োজন হবে না। এলএবাংলাটাইমস/এমডব্লিউ