লস এঞ্জেলেস

হামলা ও ছিনতাই এর শিকার ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর

ক্যালিফোর্নিয়ার সাবেক ইউএস সিনেটর বারবারা বক্সার সম্প্রতি শারীরিকভাবে লাঞ্চনা ও ছিনতাই এর শিকার হোন। বারবারার অফিস সূত্র জানিয়েছে, সোমবার (২৬ জুলাই) অকল্যান্ডের জ্যাক লন্ডন স্কয়ারে এই ঘটনা ঘটে। বক্সার অফিসের এক মুখপাত্র জানান, 'বারবারা বক্সারকে পিছন থেকে এক ছিনতাইকারী ধাক্কা দেয় ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এরপর অপেক্ষারত একটি গাড়িতে করে পালিয়ে যান ওই ছিনতাইকারী। অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে থার্ড স্ট্রিটের ৩০০ ব্লকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি বক্সারের ফোন জোরপূর্বক কেড়ে নেয় এবং অপেক্ষারত একটি গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের রবারি সেকশনে ছিনতাই এর ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে আটক করতে কেউ তথ্য দিলে দুই হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে। সাবেক এই ডেমোক্রেটিক ১৯৯৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কামালা হ্যারিস তাঁর স্থলাভিষিক্ত হোন।
এলএবাংলাটাইমস/ওএম