লস এঞ্জেলেস

গারসেটির বাসভবনে বিক্ষোভকারীরা ছুঁড়লো আবর্জনা ও টয়লেট পেপার

মেয়র এরিক গারসেটির সরকারি বাসভবন গেটি হাউজের সামনে বিক্ষোভের এক পর্যায়ে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এই হামলার খবর পেয়ে লস এঞ্জেলেস পুলিশ সেখানে উপস্থিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ভিডিও তে দেখা গেছে, বিক্ষোভকারীরা গারসেটির ভবনের গাছে ও দেয়ালে আবর্জনা, টয়লেট পেপার ইত্যাদি ঝুলে আছে। আর হাঁটার রাস্তায় ও বাড়ির বাইরের পিলারে আন্দোলনকারীরা বিভিন্ন গ্রাফিতি এঁকে রেখেছে৷ মূলত সাম্প্রতিক এক সিটি ল'কে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত হয়। গ্রাফিতিতে 'হাউজিং ইজ এ রাইট', 'রিপিল 41.18d' ইত্যাদি লেখা ছিল। আন্দোলনকারীরা পুলিশকে ব্যাঙ্গ করছে, প্রকাশিত ভিডিওতে এমন দেখা গেছে৷ সাম্প্রতিক সময়ে সিটি কাউন্সিল ভোটের মাধ্যমে আইন পাশ করে জানায়, পার্কিং, লাইব্রেরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সামনে গৃহহীনেরা ক্যাম্প বা তাঁবু স্থাপন করছে না। মূলত এই কারণে কোড সেকশন ৪১.১৮ পরিবর্তনের দাবিতে আন্দোলন করতে মেয়রের বাসভবনের সামনে বিক্ষোভকারীর দল জড়ো হোন। এই আন্দোলনের ডাক কার পক্ষ থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মূলত এক লিফলেট এর মাধ্যমে আন্দোলনকারীরা মেয়রের বাসভবনের সামনে জড়ো হয়। সমালোচকেরা বলছেন, নতুন এই আইন গৃহহীনদের জন্য শাস্তিস্বরূপ। পরবর্তীতে শুক্রবার দুপুরের মধ্যে গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়। এছাড়া ঝুলে থাকা টয়লেট পেপার ও অন্যান্য আবর্জনাও আর চোখে পড়েনি। এর আগে গত বছরের পুরো সময় ব্ল্যাক লাইভস ম্যাটারস-এলএ এবং অন্যান্য আরো আন্দোলনকারী গেটি হাইজের সামনে বিক্ষোভ করে গেছে। মূলত বাইডেন প্রশাসনে এরিক গারসেটির নিয়োগের বিরোধীতা করে আন্দোলন চালিয়ে গেছে অনেক সংগঠন। এলএবাংলাটাইমস/ওএম