লস এঞ্জেলেস

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় অভিভাবকরা

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টটির কারণে করোনার হার দ্রুত গতিতে বাড়ছে। টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিরা এই ভ্যারিয়েন্ট থেকে পুরোপুরি সুরক্ষিত না। এর ফলে টিকার জন্য যোগ্য না এমন সব বাচ্চাদের অভিভাবকদের মনে আতংক সৃষ্টি হয়েছে। অনেক বাবা-মা যারা ভেবেছিলেন যে তাদের সন্তানরা ঝুঁকির সম্মুখীন হবে না, তারা এখন তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে বাবা-মার উচিত সর্তক থাকা। ডেল্টা ভ্যারিয়েন্টটি পূর্বে যেকোনো স্ট্রেইনের চেয়ে বেশি শক্তিশালী।  তবে অনেকেই জানান যে ঝুঁকিগুলো মাথায় রাখার পাশাপাশি এটিও মনে রাখতে হবে যে বাচ্চারা চাইলে যথাযথ সতর্কতা অবলম্বন করে স্কুলে যেতে পারবে। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির হেলথ সিস্টেম ইঞ্জিনিয়ার জুলিয়া সোয়ান বলেন, ‘বাচ্চাদের স্কুলে যেতে হবে।‘ অরেঞ্জ কাউন্টির শিশু বিশেষজ্ঞ ড. ক্যাথরিন উইলিয়ামসন জানান যে সাম্প্রতিককালে বাচ্চাদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে। এর পাশাপাশি টিকা নেওয়ার যোগ্য বাচ্চাদের মধ্যে টিকা নেওয়ার হারও বেড়েছে। তাঁর মতে, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এই পরিবর্তনগুলো এসেছে। উইলিয়ামসন বলেন, ‘পরিবারে যদি কোন টিকাহীন শিশু থাকে, তাহলে বাবা-মার উচিত শিশুকে করোনা থেকে রক্ষার সকল উপায় অবলম্বন করা।‘ তবে এটিও প্রমাণিত হয়েছে যে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণকারী ব্যক্তিরা করোনা আক্রান্ত হলেও গুরতরভাবে অসুস্থ হচ্ছেন না। যারা টিকা নেয়নি, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার পূর্বের তুলনায় বেশি। উইলিয়ামসন জানান যে সঠিক নীতিমালা ও টিকা নেওয়ার হার বৃদ্ধি পেলে বাচ্চাদের নিরাপদ রাখা সম্ভব হবে। তিনি বলেন, ‘বাচ্চারা তাদের আশে-পাশের মানুষদের মতোই সুরক্ষিত থাকবে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ