লস এঞ্জেলেস

এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টে দাবানলের সূত্রপাত

এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টে একটি দাবানল শুরু হয়েছে। ৫০ একরজুড়ে জ্বলতে থাকা আগুনটিকে নিভানোর জন্য দমকলকর্মীরা কাজ করছে।  ‘এন্টোনিও ফায়ার’ নামক দাবানলটি মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে শুরু হয়েছে বলে ধারণা করা হয়েছে। দাবানলটি গ্লেনডোরা রিজ রোড এবং মাউন্ট বল্ডি রোডের মধ্যে শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুনটি একটি গাড়ির আগুন থেকে শুরু হয়েছিলো। প্রথমে আগুনটি এক একর জুড়ে জ্বলছিলো। বিকাল ৫টার মধ্যে আগুনটি ৫০ একরজুড়ে ছড়িয়ে পরে। শুষ্ক ও গরম আবহাওয়ার কারণে দাবানলটি অতিদ্রুত ছড়িয়ে পরে। এলএ কাউন্টি ও এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের দমকলকর্মীরা একসাথে দাবানলটির মোকাবিলা করছে। তাদের মতে, অতি দ্রুত তারা আগুনটিকে নিভাতে সক্ষম হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ