লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ওয়েস্ট নেইল ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

লস এঞ্জেলেস কাউন্টিতে এই বছরের প্রথম ওয়েস্ট নেইল ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) ওই ব্যক্তির দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি জুলাই এর শেষ দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওয়েস্ট নেইল ভাইরাস একটি মশাবাহিত রোগ। সাম্প্রতিক কালে নরদার্ন ক্যালিফোর্নিয়ায় এটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে৷ বিশেষ করে গ্রীষ্মকালে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। এই রোগের প্রধান লক্ষণগুলো হলো জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, শরীর ব্যথা ও স্কিন অ্যালার্জি ইত্যাদি। স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের চারপাশ পরিষ্কার রাখতে ও জমানো পানি নিষ্কাশন করতে পরামর্শ দিয়েছেন। সেই সাথে মশা থেকে সুরক্ষিত রাখতে ওষুধ ব্যবহার করতে পরামর্শ দেন তাঁরা। এখন পর্যন্ত ওয়েস্ট নেইল ভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়নি। ফলে মশা থেকে সুরক্ষা থাকাটাই এখন এই ভাইরাসের বিরুদ্ধে প্রধান প্রতিরোধ। দ্য ইউএস সেন্টারআ ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, মশা থেকে সুরক্ষায় থাকা যায়, এমন পণ্য ব্যবহার করা উচিত। যেমন লেবুর তেল, ডিইইট ইত্যাদি মশা থেকে সুরক্ষা দেয়। এলএবাংলাটাইমস/ওএম