লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ হারে বাড়ছে করোনা

ক্যালিফোর্নিয়া রাজ্যের টিকা ড্যাশবোর্ড থেকে জানা যায় যে এখনো রাজ্যে ১ কোটি ৮০ লাখ মানুষ টিকা নেননি। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এই ব্যক্তিরাই রাজ্যে করোনার বিস্তার ঘটাচ্ছে। বুধবার (৪ আগস্ট) ক্যালিফোর্নিয়া রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যায় যে রাজ্যে টিকা নেয়নি এমন ব্যক্তিদের মধ্যে করোনার হার টিকা নিয়েছে এমন ব্যক্তিদের চেয়ে শতকরা ৬০০ ভাগ বেশি। টিকা নেয়নি এমন ব্যক্তিদের মধ্যে যারা করোনা আক্রান্ত তাদের শতকরা ৯০ ভাগ ব্যক্তিই হাসপাতালে ভর্তি হয়েছে। জুলাই মাসের ৪ তারিখে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যায় যে বিগত ১ সপ্তাহে ১ লাখ মানুষের মধ্যে ৪ দশমিক ৬ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। বুধবারে সংখ্যাটি বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৭ এ পৌঁছালেও ২৪ ঘণ্টার ব্যবধানে তা ১৪ দশমিক ২ পৌঁছিয়েছে। টিকাহীনদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে যাওয়ার কারণে  করোনা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবারে (৫ জুলাই)  রাজ্যে ৭ হাজার ৪৫৭ করোনা রোগী পাওয়া গিয়েছে। ইতোমধ্যে রাজ্যের মোট জনসংখ্যার শতকরা ৫৫ ভাগ টিকা গ্রহণ করেছে। রাজ্যের টেস্ট পজিটিভিটির হার দেখায় যে বিগত ১ সপ্তাহে করোনার হার শতকরা ৫ দশমিক ১ থেকে ৬ দশমিক ২ ভাগে পৌঁছিয়েছে। ১৫ জুন এটি ছিলো  শতকরা ০ দশমিক ৯ ভাগ। টেস্ট পজিটিভিটির গ্রাফ থেকে দেখা যায়, সূচক ক্রমশ উপরের দিকেই যাচ্ছে।  . করোনার কারণে হাসপাতালে ভর্তি সংখ্যার হারও বৃদ্ধি পাচ্ছে। বুধবার (৪ আগস্ট)  পর্যন্ত করোনার কারণে হাসপাতালে মোট ৩ হাজার ৯৭৭ জন ভর্তি হয়েছে। বিগত চার মাসের মধ্যে এটিই সর্বোচ্চ হাসপাতালে ভর্তির সংখ্যা। এর পাশাপাশি, আইসিইউ বেডের সংখ্যাও কমছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ