লস এঞ্জেলেস

ভেনিস বিচ ব্রডওয়াকে বসবাসরত গৃহহীনদের পুনর্বাসন সম্পন্ন

ভেনিস বিচের ব্রডওয়াকের ওপর বসবাসরত গৃহহীন ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। মেয়র এরিক গারসেটি জানান, এটি আবাসন সমস্যা মোকাবিলা করার খাতিরে করা হয়েছে। ছয়সপ্তাহ ধরে পরিষ্কার কার্যক্রম ও প্রচার প্রচেষ্টা চালানোর পর প্রায় ২০০ এর অধিক গৃহহীন ব্যক্তিকে পুনর্বাসন করা হয়েছে।  গৃহহীনদেরকে কি ধরণের বাসস্থান দেওয়া হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে মেয়র এরিক গারসেটি জানান যে পরিস্থিতির উন্নতি ঘটছে। গারসেটি বলেন, ‘আমরা সফলতার সাথে আমাদের কার্যক্রম চালাচ্ছি। আশা করছি যে আমাদের কার্যক্রম গৃহহীনতার সমস্যার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। পুনর্বাসনের সাথে জড়িত ক্রুরা কয়েক সপ্তাহ ধরেই ওশন ফ্রন্ট ওয়াকের উপর তৈরি করা তাঁবু ও অস্থায়ী ঘর সরানোর কার্যক্রম চালাচ্ছিলো। কিন্তু ওখানে বসবাসরত ব্যক্তিরা তাদের কাজে বারবার বাঁধা দেয়। পরবর্তীতে গৃহহীন ব্যক্তিরা স্থানান্তর করতে রাজি হয়। ব্রডওয়াকে বসবাসরত গৃহহীন ব্যক্তিদের স্থানান্তর করার সময়সীমা ১ সপ্তাহ আগেই শেষ হয়ে গিয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ