লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের হাসপাতালে এক মাসে রোগী বেড়েছে ৩ গুণ

লস এঞ্জেলেস কাউন্টিতে যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যে করোনার সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও দ্রুত বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে মৃত্যু। রাজ্যের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে এমনটাই দেখা গেছে। পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'গত কয়েক সপ্তাহে লস এঞ্জেলেসে কাউন্টির হাসপাতালে রোগীর সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়েছে। গত জুলাই মাসের ৪ তারিখ থেকে আগস্ট মাসের ৪ তারিখ পর্যন্ত হাসপাতালে রোগী বেড়েছে অন্তত ৩৬৬ শতাংশ'। তিনি জানান, বর্তমানে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের অধিকাংশই কোনো টিকা গ্রহণ করেননি। একই সাথে গত সাতদিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গড়ে দাঁড়িয়েছে ৭ জনে। গত চার থেকে পাঁচ মাস আগে এই গড় মৃত্যু ছিল চার থেকে পাঁচজন। ফেরের জানান, যেসব করোনা আক্রান্ত বাসিন্দার বয়স ৫০ ও তার বেশি, তাদের মধ্যে হাসপাতালে ভর্তির গড় বেড়েছে ২৪০ শতাংশ। আর অপেক্ষাকৃত তরুণদের মধ্যে হাসপাতালে ভর্তির গড় বেড়েছে ২৩৭ শতাংশ৷ রাজ্যের পরিসংখ্যান অনুসারে, বুধবার লস এঞ্জেলেস কাউন্টিতে ১ হাজার ৬৪৫ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৬১ জন বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি আছে। বৃহস্পতিবার লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আরো ২৩ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪ হাজার ৮৫৪ জন। বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। আগের সপ্তাহে ছিল ৪ দশমিক ৭ শতাংশ৷ এলএবাংলাটাইমস/ওএম