লস এঞ্জেলেস

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে দমকল বাহিনীর চুক্তি বৃদ্ধি করতে ডেমোক্রেটদের সুপারিশ

দাবানলের কারণে প্রতিবছর ক্যালিফোর্নিয়াতে ঘটে প্রচুর ক্ষয়ক্ষতি। তাই, দমকলকর্মীরা দাবানল মোকাবিলার জন্য  পেন্টাগন থেকে প্রাপ্ত স্যাটেলাইট ব্যবহার করে থাকে। আগামী ৭ সপ্তাহ পরে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তারই পরিপ্রেক্ষিতে সোমবারে ক্যালিফোর্নিয়া থেকে ৩১জন ডেমোক্রেট দাবি জানিয়েছে যে, প্রতিরক্ষা মন্ত্রণালয় যেন দমকলকর্মীদের স্যাটেলাইট ডাটা দিয়ে সহায়তা করা চালিয়ে যায়।  ২০১৯ সাল থেকে পেন্টাগন তাদের গোপনীয় ইনফ্রারেড স্যাটেলাইট ব্যবহার করে দাবানল সম্পর্কিত বিভিন্ন তথ্য ক্যালিফোর্নিয়া সহ দেশের সকল স্থানের দমকলকর্মীদের সরবরাহ করে আসছে।  কিন্তু ৩০ সেপ্টেম্বরের পর থেকে এই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে ও নিশ্চয়তা নাই যে এটি নবায়ন করা হবে। হাউজ ইন্টেলেজিন্স কমিটি চেয়ারম্যান এডাম স্কিফ, সেন ডায়েন ফেনস্টাইন ও এলেক্স পাডালিয়া একত্রে সোমবারে ডিফেন্স সেক্রেটারি লোয়েড অস্টিনের বরাবর চিঠি লেখেন। তাঁরা বলেন, ‘এই সার্ভিসটি শেষ হয়ে গেলে দমকলকর্মীদের কাজ আগের চেয়ে কয়েকগুণ বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। আমরা মনে করি, প্রতিরক্ষার মন্ত্রণালয়ের উচিত এর সময়সীমা বৃদ্ধি করা।‘ লস এঞ্জেলেস টাইমস বিগতমাসে জানিয়েছে, দমকল বিভাগ অতি শীঘ্রই সামরিক সংস্থার প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তথ্য সরবরাহের ব্যবস্থাটাকে স্থায়ী রূপ দিতে দ্বিধা বোধ করছে। দমকল বিভাগ দাবানল মোকাবিলায় সামরিক প্রযুক্তি ও তথ্যের কার্যকরীতার ব্যাপারে ব্যাপক প্রশংসা করেছে। এতে আইনপ্রনেতারা ক্রমশই উক্ত ব্যাপারে কথা বলা শুরু করেছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ