লস এঞ্জেলেস

আফগান শরনার্থীদের ক্যালিফোর্নিয়ায় স্বাগতম জানালেন নিউসাম

আফগানিস্তান তালেবানের দখলে চলে যাওয়ায় মরিয়া হয়ে দেশ দেশ ছাড়ছেন আফগানরা। বিভিন্ন দেশে শরনার্থী হিসেবে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা। এরই প্রেক্ষিতে গভর্নর গেভিন নিউসাম আফগান শরনার্থীদের ক্যালিফোর্নিয়ায় স্বাগতম জানিয়েছেন। সোমবার (১৬ আগস্ট) রিকল নির্বাচনে 'না ভোট' দেওয়ার আহবান জানিয়ে সমাবেশ করেন গেভিন নিউসাম। সেই সময় আগফান শরনার্থীর বিষয়টি উত্থাপন করেন তিনি। সমাবেশে গেভিন নিউসাম বলেন, 'এটি শরনার্থীদের রাজ্য'। তিনি আরো বলেন, 'আমরা গর্বের সাথে জানাতে চাই যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের থেকে ক্যালিফোর্নিয়া বেশি সংখ্যক শরনার্থীদের আশ্রয় দিয়েছে৷ আমি গর্বিত যে অসম সংখ্যক আফগানি শরনার্থী ক্যালিফোর্নিয়ায় এসেছেন। শুধু সাউথে নয়, সেক্রামেন্টো কাউন্টিতেও তারা ছিল। শরনার্থী আসতে শুরু করায় আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। একই সাথে অলভাজনক প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করে তাদের এই কমিউনিটিতে স্থানান্তরের চেষ্টা করছি'। রিপ্রেজেনটেটিভ জো লোফগ্রেনও আফগানিস্থান থেকে যারা চলে আসছেন, তাদের ক্যালিফোর্নিয়ায় আশ্রয় দেওয়ার পক্ষে কথা বলেছেন। লোফগ্রেন বলেন, 'গভর্নর সঠিক কথাই বলেছেন। আমরা নতুন আমেরিকানদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত থাকি এবং অন্যান্য রাজ্য থেকে এই বিষয়ে আমরা বেশি শক্তিশালী'। এলএবাংলাটাইমস/ওএম