লস এঞ্জেলেস

স্কুল খোলার শুরুতেই করোনা আক্রান্ত লস এঞ্জেলেসের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী!

লস এঞ্জেলেসে শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষ৷ অনেক দিন পর আবারো ক্লাসরুমে ফিরবে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনার আগে সকল শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মীদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। এই করোনা পরীক্ষাকে বলা হচ্ছে 'বেসলাইন টেস্টিং'। গত দুই সপ্তাহের বেসলাইন টেস্টিং এ লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের ৩ হাজার ৬০০ শিক্ষার্থীর করোনা পজেটিভ এসেছে। সোমবার (১৬ আগস্ট) প্রকাশিত জরিপে দেখা গেছে, লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের ৮১ শতাংশ শিক্ষার্থীকে আগস্ট ২ থেকে ১৫ তারিখের মধ্যে পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৫৫ জন শিক্ষার্থীর করোনা পজেটিভ আসে। শনাক্তের হার গড়ে দশমিক ৮ শতাংশ৷ লস এঞ্জেলেস ইউনিফাইড ডিস্ট্রিক্টের অধীনে ৪৫ হাজার শিক্ষার্থী রয়েছে৷ এছাড়া ডিস্ট্রিক্ট কর্মীদের মধ্যে ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানায় ডিস্ট্রিক্ট। শনাক্তের হার গড়ে দাঁড়ায় দশমিক ৬ শতাংশ৷ কর্তৃপক্ষ প্রণীত নিয়ম অনুসারে, শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে সকলকে প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করাতে হবে৷ টিকা গ্রহণ করলেও তাদের একই নিয়ম মেনে চলতে হবে৷ এছাড়া সকল কর্মীদে ১৫ অক্টোবরের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। করোনা পরীক্ষার সময় শিক্ষার্থীদের দীর্ঘ লাইনের সারি দেখা গেছে৷ শিক্ষার্থী ও তাদের পিতা-মাতারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে৷ এছাড়া ডেইলি পাস অ্যাপটিতে অনেকেই একসাথে ঢুকতে চাওয়ায় সময় বেশি লাগে। ইন্টেরিম সুপারইন্টেনডেন্ট মেগান কে রেইলি জানান, আমাদের প্রথমদিনের কার্যক্রম অনেক ধীর ছিল। বেশ কিছু স্কুলের সামনে দীর্ঘ লাইনের সারি দেখা গেছে৷ এর কারণ, ডেইলি পাস অ্যাপে আজ অনেকে প্রবেশ করতে চাইছে। ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানায়, করোনা পরীক্ষার ফলে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ আরো নিয়ন্ত্রণে চলে আসবে এবং শিক্ষার্থী ও তাদের পরিবার বাড়িতে আরো সুরক্ষিত থাকবে। এলএবাংলাটাইমস/ওএম