লস এঞ্জেলেস

ভেনচুরা কাউন্টিতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ

শুক্রবারে ভেনচুরা কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা দিয়েছে যে, এখন থেকে কাউন্টির সকল ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। নতুন এই আদেশটি শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট থেকে কার্যকর করা হয়েছে। সোমবার রাতের মধ্যে সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশটি সকল ইনডোর পাবলিক স্পেসের জন্য প্রযোজ্য। এর মধ্যে অফিস, দোকানপাট, রেস্টুরেন্ট, বার, থিয়েটার ও সরকারি কার্যালয়গুলো অন্তর্ভুক্ত।  ভেনচুরা কাউন্টি এই আদেশ জারী করার মাধ্যমে প্রতিবেশী কাউন্টি লস এঞ্জেলেসের পথে হাটলো। ভেন্টুরা কাউন্টির জনস্বাস্থ্য অফিসার ড রবার্ট লেবিন বলেন, ‘ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা প্রয়োজন। নাহলে আমরা কমিউনিটি ট্রান্সমিশন থামাতে পারব না।‘ বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশটি কমিউনিটি ট্রান্সমিশন ও করোনার উচ্চহার কমানোর জন্য জারী করা হয়েছে। জনস্বাস্থ্য অধিদপ্তর একটি বিবৃতি বলে, ‘আমরা করোনার বৃদ্ধি দেতে চিন্তিত। বিশেষ করে, টিকা যারা গ্রহণ করেনি তাদের মধ্যে করোনা বৃদ্ধির হার আসলেই আশঙ্কাজনক।‘ কাউন্টি জানিয়েছে যে করোনার এই বৃদ্ধি পিছে ভাইরাসটি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দায়ী। এই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা নেওয়ার পরেও মানুষ করোনা আক্রান্ত হতে পারে। তাই বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করা ছাড়া আর উপায় নেই। লেভিন বলেন, ‘বর্তমানে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত হচ্ছেন। এটি বিগত মাসগুলোর চেয়ে শতকরা ৪০ ভাগ বেশি বৃদ্ধি পেয়েছে। আমি আশাবাদী যে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করলে আমরা এটিকে হ্রাস করতে পারব। ব্যবসায় প্রতিষ্ঠান ও ভেন্যু অপারেটরদের নিশ্চিত করতে হবে যে তাদের সকল গ্রাহক বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করছে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশটি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। পরবর্তীতে পরিস্থিতি দেখে এর সময়সীমা বাড়তে পারে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ