লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কমলো করোনা আক্রান্তের সংখ্যা

লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে পুনরায় কমলো করোনা রোগীর সংখ্যা। বিগত চারদিন ধরেই কাউন্টির হাসপাতালগুলোতে কমছে করোনা রোগীর সংখ্যা। রবিবারে (২২ আগস্ট) রোগীর সংখ্যা ছিলো ১ হাজার ৭২২ জন। বৃহস্পতিবারে এই সংখ্যা ছিলো ১ হাজার ৭৮৬ জন। তবে রবিবারে আইসিইউতে  ৪৩৯ জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলো। শনিবারে এই সংখ্যা ছিলো ৪৩৫ জন। রবিবারে কাউন্টি আরো নতুন ২ হাজার ৭০০টি করোনা কেস ও ১০টি মৃত্যু রিপোর্ট করে। রবিবারের সংখ্যা যোগ করার পর সারাদেশে সর্বমোট ১৩ লাখ ৮৩ হাজার ১৮৬ জন করোনা আক্রান্ত ও ২৫ হাজার ৭১জন করোনায় মারা গিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্কুল ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে টেস্টিং বেড়ে যাওয়ার কারণে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, টিকা গ্রহণকারীদের মধ্যে করোনা সংক্রমণের হার কম। টিকার সম্পূর্ন ডোজ গ্রহণকারীরা করোনায় আক্রান্ত হলেও তাদের মধ্যে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর হার কম। জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘যারা টিকা নেয়নি, তাদের জানানো উচিত যে তাঁরা আসলে কতটা কম সুরক্ষার মধ্যে বসবাস করছে।‘ ফেরার বলেন, ‘আমরা জানি যে টিকাগুলো সম্পূর্ন সুরক্ষা দিতে পারবে না। আমরা এমন অনেককেই চিনি যারা টিকা নেবার পরেও করোনায় আক্রান্ত হচ্ছে। কিন্তু, আমাদের বুঝতে হবে যে টিকা গ্রহণ করলে আমাদের সুরক্ষা বৃদ্ধি পাবে আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর থেকে চাপ কমবে।‘ এলএবাংলাটাইমস, এমডব্লিউ