লস এঞ্জেলেস

ভেনচুরা কাউন্টিতে পানি সংকট, খরা সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল এবং নরদার্ন ক্যালিফোর্নিয়ায় অনেকদিন ধরেই অন্যতম ভয়াবহ খরা চলছে। প্রথমবারের মতো এবার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একটি কাউন্টি ইতিহাসের অন্যতম ভয়াবহ খরার কবলে পরেছে। ভেনচুরা কাউন্টি সম্প্রতি 'ভয়াবহ' খরা অঞ্চলের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পানির ঘাটতির কারণে এই সতর্কতা জারি হয়েছে। দুই মাত্রার পানি ঘাটতি রয়েছে এই অঞ্চলে। মিউনিসিপাল ওয়াটার ডিস্ট্রিক্ট এর ড্যান ড্রুগান বলেন, 'আগামী বছরের জন্য সঞ্চয় করে রাখতে আমাদের এখন থেকেই পানির ব্যবহারে সতর্ক থাকতে হবে'। ভেনচুরা কাউন্টির লেক ক্যাসিটাসে পানির মাত্রা অনেক নিচে নেমে গেসে। তাই বাসিন্দাদের পানির ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বণ করতে বলা হয়েছে। বিশেষ করে আউটডোর ওয়াটারিং এর ক্ষেত্রে আরো সংযত হতে পরামর্শ দেওয়া হয়েছে। ড্রুগান বলেন, 'বাইরের আঙ্গিনায় পানি অবশ্যই দিতে হবে তবে সেটি সংযত উপায়ে'। মিউনিসিপাল ওয়াটার ডিস্ট্রিক্ট এর সূত্রমতে, ভেনচুরা কাউন্টিতে রেকর্ড সর্বনিম্ন পরিমাণ বৃষ্টিপাত হবে অদূর ভবিষ্যতে। এলএবাংলাটাইমস/ওএম