লস এঞ্জেলেস

সান বার্নার্ডিনো কাউন্টিতে দাবানল, উচ্ছেদের কবলে হাজারো মানুষ

সান বার্নার্ডিনো কাউন্টির রিয়াল্টোর উত্তরে একটি দাবানলের সূত্রপাত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাতে সূত্রপাত হওয়া দাবানলে বেশ কয়েকটি কাঠামো পুড়ে গেছে এবং অনেক বাসিন্দাকে অন্যত্র সরে যেতে হয়। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন সূত্র জানায়, সান বার্নার্ডিনোর দাবানলকে বলা হচ্ছে সাউথ ফায়ার। সিয়েরা অ্যাভিনিউ ও লেটলে ক্রিক রোডে দাবানলটি জ্বলছে। সান বার্নার্ডিনো ন্যাশনাল ফরেস্টের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে। স্টেট ফায়ার কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে দাবানলে ৫০০ একর জমি পুড়ে গেছে। আগুনের কিছু অংশই এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করা একজন দমকল কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে। দাবানলের আগুনে অন্তত ৬০০টি কাঠামো হুমকির মুখে আছে। সেই সাথে অন্তত ১ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। স্যান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্ট এর মুখপাত্র ও ব্যাটেলিয়ন প্রধান মাইক ম্যাকক্লিনটক বলেন, সিয়েরা অ্যাভিনিউ এবং ইন্টারস্টেট ফিফটিনে আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা রাত ১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। ম্যাকক্লিনটক বলেন, 'শুকনা ভেজিটেশন থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পরে। আবহাওয়া ও বাতাস শুষ্ক এবং ঝড়ো। এই অবস্থায় আগুন আরো দ্রুত ছড়িয়ে যাচ্ছে'। ম্যাকক্লিনটক জানান, এখন পর্যন্ত অন্তত ১২টি কাঠামো আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে। তিনি বলেন, 'আমাদের এখানে ৫০০ দমকলকর্মী, ৫০টি ইঞ্জিন, আকাশপথে আগুন নিয়ন্ত্রণের যন্ত্র, বুলডোজার ও হ্যান্ড ক্রু রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কঠিন একটি রাত পার করতে হবে। বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কা রয়েছে এবং এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যথাসময়ে বাসিন্দাদের তা জানিয়ে দিবো'। দাবানল সম্পর্কে যেকোনো তথ্য জানতে (909) 383-5688 নাম্বারে কল করতে বলা হয়েছে। একই সাথে উচ্ছেদের কবলে পরা বাসিন্দাদের আশ্রয়ের জন্য  ফন্টানার জেসিয়ে টার্নার হেলথ অ্যান্ড ফিটনেস কমিউনিটি সেন্টারে ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে প্রাণীদের রাখার জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দ্য সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট লেটলে ক্রিক রেঞ্জার স্টেশনের সবাইকে লেটলে ক্রিক রোডের আশ্রয়কেন্দ্রে সরে যেতে নির্দেশ দিয়েছে। এছাড়া সিয়েরা অ্যাভিনিউ এর পশ্চিম অঞ্চল, ইন্টারস্টেট ১৫ এর দক্ষিণ, ডানকান ক্যানইয়ন এর পূর্ব অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম