লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে আহত ২, হামলাকারীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ার রেডনডো বিচ পিয়ারে বন্দুকধারীর গুলিতে দুইজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু ঘটে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানায় রেডনডো বিচ পুলিশ। রেডনডো বিচ পুলিশ জানায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দলের কয়েকজন সদস্য। হোর্সহাউজ পিয়ারের কাছে এক বন্দুকধারী মানুষের উপর গুলি ছুঁড়ছে শুনে ছুটে যায় পুলিশ। পরে বন্দুকধারীর অবস্থান শনাক্ত করে পুলিশ ওই ব্যক্তির উপর গুলি ছুঁড়ে। আহত অবস্থায় সেখান থেকে ওই ব্যক্তি পালিয়ে গেলেও পরবর্তীতে বিচের পাথুরে সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়। বন্দুকধারীর গুলিতে আহত অন্তত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য বাহন ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে টহল দিচ্ছে। সেই সাথে বন্ধুকধারীর খোঁজে বন্দুক সমেত পার্কিং খালি করছে। এছাড়া পরে ড্রোনের সাহায্যে এই ব্যক্তির মৃতদেহ শনাক্ত করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে রেস্টুরেন্ট ও বিজনেস প্রতিষ্ঠান বন্ধ রাখতে ও জন সাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, বন্দুক হামলার সময় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় মানুষ আতঙ্কে নিকটসস্থ রেস্টুরেন্টে হামাগুড়ি দিয়ে ঢুকছে। এখন পর্যন্ত আহত দুইজন ও মৃত হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এলএবাংলাটাইমস/ওএম