লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাড়ছে সাপের উপদ্রব

ক্যালিফোর্নিয়াতে চলছে স্মরণকালের অন্যতম ভয়াবহ খরা।এর কারণে অন্যান্য পশুপাখিদের মতো সাপরাও খাদ্যের অভাবে ভুগছে। খাবার ও পানির সন্ধানের তাই লোকালয়ে সাপগুলো প্রবেশ করছে। সাপ বিশেষজ্ঞ প্যাট্রিক বোকম্যান জানান যে তাকে সাপ সরানোর জন্য অনেক জায়গা থেকে ডাকা হয়ে থাকে। বিগত বছরের তুলনায় এ বছর এই সংখ্যা অনেক বেশি। বোকম্যান জানান, খরা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে সাপের উপদ্রবও বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকরা পাগলপ্রায় হয়ে তাকে বারবার ডাকছে। তিনি জানান যে বাসা-বাড়িগুলোতে সবসময় পানি থাকায় সাপগুলো পিপাসা মেটানোর জন্য বাসা-বাড়িগুলোতে হানা দিচ্ছে। যেসকল বাসাগুলোতে সুইমিংপুল আছে, সেসকল বাড়িগুলোতে সাপের উপদ্রব বেশি লক্ষ্য করা যায়। বোকম্যান জানান, সান ফার্নানন্দো ভ্যালীর নিকট অবস্থিত মরুভূমি থেকে খাদ্য ও পানির খোঁজে সাপ সহ অন্যান্য বন্যপ্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল ত্যাগ করে লোকালয়ে আসছে। তিনি সবাইকে সর্তক করেন যে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত বাইরে গেলে সবাই যেন সতর্কভাবে পদক্ষেপ ফেলে। বন্যপ্রাণী বিশেষজ্ঞ জেনিফার ব্রেন্ট বলেন, ‘সাপ আপনাকে ইচ্ছে করে কামড়াতে আসবে না। তাঁরা মানুষের দ্বারা বিরক্ত হতে পছন্দ করে না।‘ বোকম্যান আরো জানান, সাপ নিজেকে রক্ষার জন্য আক্রমণ করতে পারে। এমনকি কামড়ও দিতে পারে। বোকম্যান উপদেশ দেন যে সাপ দেখলে সবার উচিত পিছপা হওয়া। কারো সাথে আর পোষাপ্রানী থাকলে, পোষাপ্রানীকে নিয়ে যত দ্রুত সম্ভব ওই স্থান ত্যাগ করতে হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ