লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছে, পুড়েছে ১ হাজার ২০০ একর জমি

ক্যালিফোর্নিয়ার ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্টে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। শনিবার (২৮ আগস্ট) লা ক্রিসেন্টার একটি কমিউনিটির কাছে এই দাবানলের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কাজ করে যাচ্ছে। ক্যাল ফায়ার সূত্র জানায়, এই দাবানলকে বলা হচ্ছে চ্যাপারাল ফায়ার। শনিবার দুপুর সাড়ে ১২টায় তেনাজা রোড এবং ক্লিভল্যান্ড ফরেস্ট রোডের কাছে আগুনের সূত্রপাত ঘটে। দাবানলের কারণে তেজানা ট্রাক ট্রেইলের নর্থ, ক্যালে সিয়েলোর সাউথ, ক্যালে কোলাডোর ইস্ট এবং ক্যালে বি বিয়েটলের ওয়েস্টের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। এছাড়া নর্থ অব তেজানা রোড, ওয়েস্ট অব ক্যালে পিনো, সাউথ অব হোম্ব্রে লেন ও ওয়েস্ট অব ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্ট রোডের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে প্রাথমিক সতর্কতা দেওয়া হয়েছে। ক্যাল ফায়ার জানায়, আগুনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজার ২০০ একর জমি পুড়ে গেছে৷ তেজানা ফলস ট্রেইলহেডের কাছে পার্কিং লটে এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্যাল ফায়ার দুপুর একটার দিকে জানায়, আগুনে ২০ থেকে ২৫ একর জমি পুড়েছে। আবার সাড়ে চারটার দিকে জানায়, আগুন ৪৫০ একর জমি জুড়ে ছড়িয়ে পরেছে। আগুন ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। আগুনের কুন্ডলী সান দিয়েগো কাউন্টি থেকে দৃশ্যমান হচ্ছে।ধোঁয়ায় অত্র এলাকার বাতাস দূষিত হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে ১৫০ জন দমকলকর্মী কাজ করে যাচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলএবাংলাটাইমস/ওএম