লস এঞ্জেলেস

ওয়েস্টউডে অনুষ্ঠিত হলো আফগানিস্তানের সমর্থনে সমাবেশ

আফগানিস্তানের সমর্থনে শনিবার বিকেলে ওয়েস্টউডে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তালেবানের ক্ষমতা দখলের প্রতি ক্ষোভ জানিয়ে আফগানিস্তানের সাধারণ জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে। দুপুরের দিকে ফেডারেল বিল্ডিংয়ের চারপাশে কয়েকশ লোক জড়ো হয় ও আফগান জাতীয় পতাকা উত্তোলন করে। তাঁরা এসময় ‘আফগানিস্তান এখন রক্তাক্ত’ ও ‘আমি ভেবেছিলাম আমরা সন্ত্রাসীদের সাথে সমঝোতা করি না’ স্লোগান দেয়। সমাবেশে অংশগ্রহণকারী একজন আফগান অভিবাসী নাহিদ জাহেদ বলেন, ‘ এটি খুবই কষ্টের ঘটনা যে তাঁরা নিজেদের জীবনের জন্য লড়াই করছে.. মৌলিক মানবাধিকার ও মর্যাদার জন্য লড়াই করছে।‘ আফগান আমেরিকান ওমার পোপাল বলেন, ‘প্রতিদিন, প্রতি মুহূর্তে তালেবানের হাতে অনেক মানুষ মারা যাচ্ছে এবং এ বিষয়ে যথেষ্ট করা হচ্ছে না।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ