লস এঞ্জেলেস

রিভারসাইডের দাবানল বাড়ছে, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

রিভারসাইড কাউন্টির কমিউনিটি অব লা ক্রেসটার নিকটে সূত্রপাত হওয়া দাবানল বাড়ছে। আগুন এখন পাহাড়ের পাদদেশে ছড়িয়ে গেছে ও দুইটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত ১ হাজার ৪২৫ একর জমি পুড়ে গেছে। ক্লেভল্যান্ড ন্যাশনাল ফরেস্ট এ এই আগুন জ্বলছে। এখন পর্যন্ত দমকল কর্মীরা ১০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর আগে শনিবার ক্লেভল্যান্ড ফরেস্ট রোড এবং তেনাজা রোডের কাছে আগুনের সূত্রপাত হয়। আগুন খুবই দ্রুত ছড়িয়ে পরে এবং কয়েক ঘণ্টার ব্যবধানে হাজার গ্রাস করে। এর ফলে বাসিন্দাদের বাধ্যতামূলক অন্যত্র সরে যেতে হয়। রবিবারেও উচ্ছেদ নির্দেশ এবং উচ্ছেদ সতর্কতা জারি করা হয়েছে। দাবানলের কারণে তেজানা ট্রাক ট্রেইলের নর্থ, ক্যালে সিয়েলোর সাউথ, ক্যালে কোলাডোর ইস্ট এবং ক্যালে বি বিয়েটলের ওয়েস্টের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। এছাড়া নর্থ অব তেজানা রোড, ওয়েস্ট অব ক্যালে পিনো, সাউথ অব হোম্ব্রে লেন ও ওয়েস্ট অব ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্ট রোডের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে প্রাথমিক সতর্কতা দেওয়া হয়েছে। মুরিয়েতা হাই স্কুলের ৪২২০০ নাইটহাউক ওয়েতে যেসব বাসিন্দা নিজ বাসস্থান ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে, তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা রাখা রয়েছে। এছাড়া ছোট পোষা প্রাণীদের জন্য ওয়াইল্ডোমারে ৩৩৭৫১ মিশন ট্রেইলের অ্যানিমেল ফ্রেন্ডস অব দ্য ভ্যালিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আর বড় প্রাণীর জন্য সান জাসিনতোর ৫৮১ এস. গ্র‍্যান্ড অ্যাভিনিউ এর সান জাসিনতো অ্যানিমেল শেল্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ১৫০ জন দাবানল কর্মী কাজ করে যাচ্ছে। আকাশপথে এবং স্থলপথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এদিকে দাবানলের কারণে বিভিন্ন স্থানে সোমবার স্মোক অ্যাডভাইজরি জারি করা হয়। রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যেয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের প্রভাবে রাতের আকাশ কমলা রঙ ধারণ করে। এটি ক্রমশ বন থেকে নিকটস্থ বাড়িঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   এলএবাংলাটাইমস/ওএম