লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার সকল ন্যাশনাল ফরেস্টে দর্শনার্থী প্রবেশ নিষেধ!

দাবানলের সমূহ সম্ভাবনা থাকায় ক্যালিফোর্নিয়ার সকল 'ন্যাশনাল ফরেস্টে' দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) ফেডারেল কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়৷ ইউএস ফরেস্ট সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। রিজিওনাল ফরেস্টার জেনিফার এবারলাইন বলেন, 'আমরা এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। জন সুরক্ষার জন্য এটিই সবচেয়ে ভালো উপায়'। তিনি বলেন, 'লেবার ডে উইকেন্ডকে সামনে রেখে এটি সময়োপযোগী সিদ্ধান্ত। ছুটিতে অনেক মানুষ ন্যাশনাল ফরেস্টে ভ্রমণ করতে আসে'। দর্শনার্থীরা যেনো ন্যাশনাল ফরেস্ট ভ্রমণে যেয়ে কোনো দাবানলে আটকে না পরে কিংবা কোনো দর্শনার্থীর অসাবধানতাবশত কোনো আগুনের সূত্রপাত যেনো না হয়, তার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দিষ্ট কোনো পারমিট হোল্ডার, ইমার্জেন্সি ক্রু, ইউটিলিটি কোম্পানি ও জমির মালিক ছাড়া সর্ব সাধারণের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। ফরেস্ট সার্ভিস জানায়, ক্যালিফোর্নিয়ার ৬ হাজার ৮০০ টির বেশি দাবানলে ১ দশমিক ৭ মিলিয়ন একর জমি পুড়ে বিনষ্ট হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম