লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে শিক্ষার্থীদের টিকা গ্রহণের বাধ্যবাধকতা জারির প্রস্তাব

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিকা গ্রহণ করার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাবনা রাখা হয়েছে। ইউনাইটেড টিচার্স লস এঞ্জেলেস জানায়, যে শিক্ষার্থী টিকা গ্রহণের জন্য যোগ্য, তাদের টিকা প্রদানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষিত রাখা যাবে। মূলত ১২ বছর এবং এর বেশি বয়েসীদের জন্য এই বাধ্যবাধকতা থাকবে। সম্প্রতি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ফাইজারের করোনা টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে লস এঞ্জেলেসেও করোনার সংক্রমণ ভয়াবহ হচ্ছে। ইউনাইটেড টিচার্স লস এঞ্জেলেস করোনা থেকে সুরক্ষা ও পাঠদানের প্রক্রিয়া নিয়ে লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের সাথে আলোচনা করছে। টিকা প্রদানের পাশাপাশি ইন-পারসন পাঠদানের সময়কালে ক্লাসরুমে ক্যামেরা স্থাপনের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। যদি টিচার্চ কমিউনিটির এই প্রস্তাবনা গৃহীত হয়, তবে দ্বিতীয় স্কুল ডিস্ট্রিক্ট হিসেবে শিক্ষার্থীদের টিকা প্রদান করার বাধ্যবাধকতা জারি হবে লস এঞ্জেলেসে। এর আগে দ্য কালভার সিটি ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের টিকা গ্রহণে বাধ্যবাধকতা জারি করে। এলএবাংলাটাইমস/ওএম