লস এঞ্জেলেস

রিকল নির্বাচনে এগিয়ে আছেন নিউসাম: জরিপ

ক্যালিফোর্নিয়া রাজ্যে ঘনিয়ে আসছে গভর্নর রিকল নির্বাচন। এর আগে ভোটারদের মধ্যে জরিপ চালায় স্থানীয় গণমাধ্যম। জরিপ অনুসারে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এখনো গেভিন নিউসামকেই গভর্নর হিসেবে উপযুক্ত মনে করছেন। তবে মতপার্থক্যের ব্যবধান খুব অল্প। জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার জানিয়েছে রিকল নির্বাচনে তাঁরা গেভিন নিউসামকে ভোট দিবেন। অপরদিকে, ৪২ শতাংশ ভোটার তাঁর বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর ৬ শতাংশ বাসিন্দা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ বাসিন্দা কাউকেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন। ২৭ শতাংশ ভোটার ল্যারি এল্ডারকে ভোট দিবেন। পলিটিক্যাল ডাটা ইনকর্পোরেট সূত্র জানায়, নির্বাচনের দুই সপ্তাহ আগে এখনো ২২ মিলিয়ন ভোট রেজিস্ট্রার হওয়া বাকি আছে। আর চার মিলিয়ন ব্যালট ইতোমধ্যে ফেরত এসেছে। মোট রিটার্ন ব্যালটের ৫৪ শতাংশ ডেমোক্রেটিকদের পক্ষে গেছে। আর ২৪ শতাংশ রিপাবলিকানকদের পক্ষে আর ২২ শতাংশ কোনো দলকেই বেছে নেয়নি। গেভিন নিউসাম বলেন, 'ক্যালিফোর্নিয়াবাসী এই নির্বাচনে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আমরা এটি প্রত্যহ প্রত্যক্ষ করছি'। গেভিন নিউসামের বিপক্ষে অন্যতম প্রতিপক্ষ লেরি এলডার এর আগে জানান, ক্ষমতায় বসেই তিনি মাস্ক ব্যবহার তুলে নিবেন। তিনি জানান, তিনি টেক্সাস, মিসিসিপি ও ফ্লোরিডা মডেল অনুসরণ করবেন। এর প্রেক্ষিতে গেভিন নিউসাম বলেন, এবারের রিকল নির্বাচনের ফলের উপর মৃত্যু ও অন্যান্য বিষয় নির্ভর করবে। ফ্লোরিডা, টেক্সাস এবং মিসিসিপিতে সর্বোচ্চ মৃত্যু হচ্ছে করোনায়। আমাদের রাজ্যে করোনা শনাক্ত ও মৃত্যুর হার কম। তিনি বলেন, জনস্বাস্থ্য ও নিরাপত্তার কথা চিন্তা করে এই নির্বাচনে ক্যালিফোর্নিয়াবাসীকে না ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এলএবাংলাটাইমস/ওএম